পাকিস্তানের বিরুদ্ধে নিজের তৃতীয় ওভারে বল করছিলেন তিনি৷ তখন তাঁদের স্কোর ছিল ১ উইকেট ১১৩৷ এজবাস্টনের ফ্ল্যাট উইকেটে বোলারদের বিশেষ কিছু পাওয়ার ছিল না৷ সেখানেই পারকিনসন (Parkinson)বল অফ ডেকেড (ball of the decade) করেন৷ পিচে জমে থাকা ইমাম উল হক তখন ৫৬ রানে ব্যাট করছিলেন৷ তখন এই স্পিনার ফুল ও ওয়াইড ইন প্রায় ৬টি উইকেট গ্যাপে বল পিচ করিয়ে এমন ঘোরান যে ইমাম ভাবেন এই বল বাউন্ডারি পার করবেন৷ কিন্তু সেকেন্ডের কম গ্যাপে সকলকে চমকে দেয় ইনসাইড এজে বিট করে সাফল্য পান তিনি৷ দেখে নিন সেই অদ্ভুত বল৷
You just can't play that 🤯 Absolute magic 😍 Scorecard/clips: https://t.co/wtCtb2kz8n 🏴 #ENGvPAK 🇵🇰 @mattyparky96 pic.twitter.com/gYySs5Msju
— England Cricket (@englandcricket) July 13, 2021
ইমাম নিজ বিশ্বাস করতে পারছিলেন যে বলটি এরকম হতে পারে৷ তবে শুধু ব্যাটসম্যানই নয় যাঁরা এই বল দেখেছেন তাঁদের সকলের কাছেই একইরকম অবিশ্বাস্য এই বল৷