#পোচেস্তু্রম : দক্ষিণ আফ্রিকায় আগুনে বোলিং বাংলাদেশের ৷ বাঙালি বোলাররা এত সংযত এবং নিয়ন্ত্রিত বোলিং করলেন যে ফাইনালে গোটা ম্যাচে কুঁকড়ে রইল টিম ইন্ডিয়া ৷ বাংলাদেশী অভিষেক দাস সফলতম বোলার ৷ এছাড়াও ভালো বল করেন শরিফুল ইসলাম ৷ আর এঁদের আটোঁসাটোঁ বোলিংয়ে-র সুবাদে ভারত ৪৭.২ ওভারে ১৭৭ রান করল ৷
এদিন যশস্বী ও তিলক ভর্মা ছাড়া কোনও ক্রিকেটারই বিশেষ কিছু করতে পারেননি ৷ এঁরা ছাড়া দু অঙ্কের রান পেরোন ধ্রুব জুরেল ৷ তিনি ২২ রান করেন ৷
শুরুতেই এক ওপেনারকে হারিয়ে চাপ তৈরি হতে পারত টিম ইন্ডিয়ার কিন্তু অধিনায়ক যশস্বী জয়সওয়ালের বিশ্বাসী ব্যাটে ভর দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এগোচ্ছিল টিম ইন্ডিয়া ৷ দায়িত্বশীল ইনিংস গড়ার পাশাপাশি যখন প্রয়োজন তখন স্কোর অ্যাকসিলারেট করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বুঝে বুঝে নিচ্ছিলেন যশস্বী ৷ কিন্তু ৮৮ রানে আউট হতেই ভারতীয় ফ্যানদের মন ভাঙল ৷
এদিন ১২১ বলে ৮৮ রান করে অনুর্ধ্ব ১৯ অধিনায়ক যশস্বী জয়সওয়াল ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৮ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ এদিনের অর্ধশতরানের মধ্যে দিয়ে এই বিশ্বকাপের চতুর্থ অর্ধশতরান সেরে নিলেন যশস্বী ৷ পাশাপাশি বিশ্বকাপে ৪০০ রান করেন জয়সওয়াল ৷
4⃣0⃣0⃣: Yashasvi Jaiswal completes 400 runs in the #U19CWC. 👏👏
Follow the #INDvBAN final live 👇👇 https://t.co/WK6GcTF6Ou#TeamIndia pic.twitter.com/vwiePNHChp — BCCI (@BCCI) February 9, 2020
এদিন যশস্বীকে আউট করেন শরিফুল ইসলাম আর ক্যাচ ধরেন তানজিদ হাসান ৷
আরও পড়ুন - #Viral : ঘরে ফিরেছেন স্বামী, লাজুক স্ত্রী কাজকর্ম ফেলে দৌড়লেন ঘরে, তারপর... দেখুন Tiktok ভিডিও
এদিকে যশস্বী আউট হওয়ার পরপরই হয়ে যান এস এ ভীর ৷ একসময় যেভাবে ইনিংস বিল্ডিং চলছিল সেটা হঠাৎ ধাক্কা খায় ৷ এদিন টসে জিতে বাংলাদেশে ভারতকে ব্যাট করতে পাঠায়৷ প্রথম ঝটকার পর যশস্বী ও তিলক ভর্মা দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ এরপর তিলক আউট হন ৩৮ রানে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।