#নয়াদিল্লি: ওয়েস্টইন্ডিজ পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের (WIW vs PAKW T20 Series) টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ সে কী ভয়ানক কাণ্ড৷ ইতিমধ্যেই সিরিজে ২-০ এগিয়ে রয়েছে ওয়েস্টইন্ডিজ মহিলা দল৷ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্টইন্ডিজ মহিলা দল জেতে৷ কিন্তু এই জন্যে এই ম্যাচ নিয়ে এত আলোচনা নয়৷ এই ম্যাচে দশ মিনিটের মধ্যে দুই ক্যারিবিয়ান মহিলা ক্রিকেটার মাঠের মধ্যে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যান৷ ম্যাচ চলাকালীন কেন এই ধরণের ঘটনা ঘটল তা নিয়ে প্র্শন সব মহলে৷ প্রথমে শিনেল হেনরি (Chinelle Henry) ও পরে চিডন নেশন (Chedean Nation) অজ্ঞান হয়ে যায় (Women cricketer goes senseless) ৷ মাঠে পড়ে যায়৷ প্রথমে হেনরি ও পরে নেশন মাঠেই পড়ে যান৷
মাঠে এভাবে ক্রিকেটার অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা খেলা বন্ধ করে দিতে হয়৷ মাঠেই প্রাথমিক চিকিৎসা করার পর তাদের দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁদের প্রয়োজনীয় পরীক্ষা করা হয়৷ অদ্ভুত বিষয় এটাই মাঠের পরপর এই দুটি দুর্ঘটনা হওয়ার পরও খেলা বন্ধ করা হয়নি৷ খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়ররা৷ আয়োজক ওয়েস্টইন্ডিজ ডার্কওয়ার্থ লুইস নিয়মে ৭ রানে ম্যাচ জিতে যায়৷ শুধু তাই নয় সিরিজও জিতে যায় তারা৷ তবে কেন দুজন ক্রিকেটার এভাবে অজ্ঞান হয়ে গেলেনতা নিয়ে কোনও পরিষ্কার কারণ জানতে পারা যায়নি৷ তবে এখন দুই অজ্ঞান হয়ে যাওয়া ক্রিকেটারই (Women cricketer goes senseless) সুস্থ রয়েছেন৷
Match between Pakistan and West Indies women cricketers continues ... Suddenly West Indies women cricketer fainted and collapsed . She was shifted to a nearby hospital. Hopefully she will recover soon. VC: @windiescricket#WIWvPAKW #WIWvsPAKW pic.twitter.com/OjhJmWioeO
— Qadir Khawaja (@iamqadirkhawaja) July 2, 2021
West indian women cricketer Chinelle Henry's checkup is undergoing.... Hope she ll be fine...@Chinellehenry
VC: @windiescricket#WIWvPAKW #WIWvsPAKW pic.twitter.com/vKtH6ifmfI — Qadir Khawaja (@iamqadirkhawaja) July 2, 2021
ওয়েস্টইন্ডিজ এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান করেন৷ ওয়েস্টইন্ডিজ পক্ষ থেকে উইকেটরক্ষক কাইসিয়া নাইট ২০ বলে ৩০ রান করেন৷ অন্যদিক চিডন নেশন যিনি মাঠেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন (Women cricketer goes senseless) তিনি ৩৩ বলে ২৮ রান করেছিলেন৷ পাকিস্তানের পক্ষে ফাতিমা সনা ও অনম আমিন ২ টি করে উইকেট নেন৷
জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২৬ রান তা তাড়া করতে নেমে ১৮ ওভারে ৬ উইকেটে ১০৩ রান করেছিল৷ পাকিস্তানের পাঁচ ক্রিকেটার রানআউট হন৷ পাকিস্তানের ইনিংস চলাকালীন প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায়৷ এর ফলে খেলা আর এগোয়নি৷ সেই সময় ক্রিজে ছিলেন আলিয়া রিয়াজ (১৭) ও ফাতিমা সনা (৮) ক্রিজে ছিলেন৷ এরপর আম্পায়র ও দলের অধিনায়কদের সঙ্গে বৈঠক হয়৷ খেলা আর চালানো সম্ভব নয় সিদ্ধান্ত হওয়ার পর ডার্কওয়ার্থ লুইস নিয়মে ৭ রানে ম্যাচ জিতে যায় ওয়েস্টইন্ডিজ৷ পাকিস্তানের হয়ে নিদা ডার ২৯ রান করেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Viral Video