#মুম্বই: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট বা বিসিসিআই মত দিয়েছে অগাস্ট মাসে শ্রীলঙ্কা সিরিজের জন্য ৷ তবে দুই দেশের সরকার গ্রিন সিগন্যাল দিলে তবেই দ্বীপরাষ্ট্রে খেলা হবে ৷
মঙ্গলবারই বিসিসিআই এই সিরিজ খেলতে নিজেদের সম্মতি জানিয়েছে এমনটাই জানাচ্ছে রিপোর্ট ৷ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবার নিজের ক্রীড়ামন্ত্রকের কাছে দুই দেশের ক্রিকেট সিরিজের জন্য অনুমতি চাইবে ৷ সেখানে তিনটি একদিনের ম্যাচ ও টি টোয়েন্টি ম্যাচ খেলা হওয়ার কথা ছিল জুন মাসে ৷ কিন্তু করোনা অতিমারির জেরে সেই খেলা হয়নি ৷
পাশাপাশি শ্রীলঙ্কা মনে করছে এই বছরেই এশিয়া কাপ হবে ৷ প্রাথমিক ভাবে এই টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ছিল ৷ কিন্তু বিসিসিআই জানিয়েছে ভারত পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে পারবে না ৷ শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শামি সিলভা জানিয়েছেন পাকিস্তান জানিয়েছে খেলা শ্রীলঙ্কায় হলে তাদের খেলতে আপত্তি নেই ৷
তিনি বলেছেন, ‘আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি, এখন গোটা পৃথিবীর যা অবস্থা তাতে আমরা আয়োজন করলে ওদের আপত্তি নেই৷ ’ তিনি আরও জানিয়েছেন, 'এসিসি -র সঙ্গে অনলাইন বৈঠক হয়েছে , ওরা কার্যত আমাদের টুর্নামেন্ট আয়োজন করার সবুজ সংকেত দিয়েছে৷ ’
এদিকে অগাস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলা নিয়েও কথাবার্তা চালাচ্ছে ৷ আন্তর্জাতিক ক্রিকেট জুলাই থেকে সারা বিশ্বে শুরু হওয়া নিয়েও কথা চলছে ৷ ওয়েস্টইন্ডিজ ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবে ৷ খেলা হবে বায়ো সিকিওর পরিবেশে ৷ ব্রিটেনে ইতিমধ্যেই এই সিরিজ খেলতে পৌঁছে গিয়েছে ওয়েস্টইন্ডিজ দল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Virat Kohli