#চেন্নাই : বাংলা মাঠ ময়দানে খেলার একটা চলতি ভাষা রয়েছে৷ ‘মেরে মেরে বলের সুতো খুলে দেওয়া’- আর তামিলনাড়ু প্রিমিয়র লিগের (TNPL) প্রথম ম্যাচে একেবারে প্রথমদিনে সেরকমই খেলা দেখা গেল৷ তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ১৯ বছরের সাই সুদর্শন (Sai Sudharsan) ব্যাটে বিস্ফোরণ ঘটালেন তাঁর পুরো ইনিংস ৪৩ বলে ৮৭ রানের কিন্তু এরমধ্যে মাত্র ১৩ বলে ৬২ রান করেন তিনি৷ আর এই ৬২ রান এসেছে শুধুমাত্র ৪ ও ৬ থেকে৷ কোবাই কিংগস ও সলেম স্পার্টন্সের মধ্যে ম্যাচ অবশ্য বৃষ্টির কারণে ভেস্তে যায়৷ কিন্তু তারমধ্যেও সুদর্শনের ব্যাটিংয়ে দারুণ আনন্দ পান ফ্যানরা৷
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে শাহরুখ খানের (shahrukh khan) নেতৃত্বাধীন দল প্রথমে ব্যাট করে ১৮ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান করেছিল৷ যাতে সুদর্শনের তুফান ইনিংস রয়েছে৷ তিনি মাত্র ৪৩ বলে ৮৭ রান করেন৷ তিনি ৮ টি চার ও ৫ টি ছক্কা মারেন৷ সুদর্শনের স্ট্রাইকরেট ২০২.৩২৷
দেখুন সেই মারকাটারি ইনিংসের ভিডিও৷
📺| Suda..Suda..Sudharshan! 🔥
Brilliant debut half-century by the youngster! 🙌 For exclusive match content follow us on ShareChat 👉https://t.co/hV3hvnuxZt#ShriramCapitalTNPL2021 #NammaOoruNammaGethu pic.twitter.com/sORrPA6NI1 — TNPL (@TNPremierLeague) July 19, 2021
এই মরশুমে দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার চিপক সুপার ও আইড্রিম তিরুপ্পুর মধ্যে খেলা হবে৷ তামিলনাড়ুর এই ব্যাটসম্যানের ভবিষ্যত খুবই উজ্জ্বল ৷ তামিলনাড়ু প্রিমিয়ার লিগ তাঁর জন্য বড় মঞ্চ হতে চলেছে৷ .
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Viral Video