Home /News /sports /
ভারত নয়, সংযুক্ত আরব আমিরশাহিতেই হবে T20 World Cup, জানালেন সৌরভ

ভারত নয়, সংযুক্ত আরব আমিরশাহিতেই হবে T20 World Cup, জানালেন সৌরভ

T20 World Cup venue shifted officially confirms BCCI President Sourav Ganguly - Photo- File

T20 World Cup venue shifted officially confirms BCCI President Sourav Ganguly - Photo- File

T20 WC নিয়ে বড় ঘোষণা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের৷

 • Share this:

  #মুম্বই: টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে দেওয়া হল৷ সোমবার সরকারিভাবে এই খবর জানিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly ) ৷ কোভিড ১৯ (Covid-19) -র কারণে স্বাস্থ্য সুরক্ষাবিধি -র কারণেই ভ্যেনু স্থানান্তর৷ সোমবার বিসিসিআই-র পক্ষ থেকে খোদ সৌরভ সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর জানান৷

  এই মেগা ইভেন্ট এ বছরের অক্টোবর -নভেম্বরে আয়োজন করা হবে৷ সৌরভ বলেছেন, ‘‘আমরা আইসিসিকে সরকারিভাবে জানিয়েছি যে টি টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা হবে৷ ডিটেলস নিয়ে কাজ চলছে৷ ’’

  আইসিসি এই মাসের শুরুতে বিসিসিআইকে একটি চার সপ্তাহের সময়সীমা দিয়েছিল যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল৷ যেখানে এই বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট ভারতে আয়োজন হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে হত৷ বিশেষত কোভিড ১৯ পরিস্থিতির প্রেক্ষিতেই এই চিন্তাভাবনা ছিল৷

   এ বছর দেশের মাটিতে আইপিএল আয়োজন শুরু হলেও মাঝপথেই করোনা ভাইরাস সংক্রমণের জন্য তা বন্ধ করে দিতে হয়৷ দ্বিতীয় পর্বের আইপিএল সেপ্টেম্বর -অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার কথা৷
  Published by:Debalina Datta
  First published:

  Tags: ICC T20 World Cup 2021, T20 World Cup

  পরবর্তী খবর