#মুম্বই: IPL 2021 -র পরেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ (T20 World Cup 2021) যা ভারতের বাইরেই আয়োজিত হবে৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ি এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহি এবং ইউএই এবং ওমানে হবে৷ টি টোয়েন্টি বিশ্বকাপ ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবং এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর৷ এই টুর্নােমেন্ট আইপিএল শেষ হওয়ার মাত্র ২ দিন বাদে শুরু হবে৷
ইএসপিএনের রিপোর্ট অনুযয়া টি টোয়েন্টি বিশ্বকাপ দুটি পর্বে খেলা হবে৷ প্রথম অংশ ইউএই এবং ওমানে আয়োজিত হবে৷ রিপোর্ট অনুযায়ি রাউন্ড ১ - ১২ টি ম্যাচ হবে৷ যেখানে ৮ টি দল লড়বে৷ এই ৮ দলের মধ্যে ৪ টি দল কোয়ালিফাই করবে৷ সুপার ১২ -র জন্য বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি খেলবে৷
রিপোর্ট অনুযায়ি সুপার ১২ - পর্বে মোট ৩০ টি ম্যাচ হবে৷ এই পর্ব ২৪ অক্টোবর শুরু হবে৷ সুপার ১২ রাউন্ডে দুটি গ্রুপে ৬ টি ৬টি করে দল থাকবে৷ সুপার ১২ -র লড়াই ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা হবে৷ ম্যাচ দুবাই. আবুধাবি, শারজায় হবে৷ সুপার ১২-র পরে ৩ টি প্লেঅফ ম্যাচ, ২ টি সেমি ফাইনাল ও একটি ফাইনাল হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।