corona virus btn
corona virus btn
Loading

CAB -র মসনদে ফের সৌরভ গঙ্গোপাধ্যায়

CAB -র মসনদে ফের সৌরভ গঙ্গোপাধ্যায়
Photo- PTI

ইডেনে দাদা-র জোরদার ইনিংস

  • Share this:

#কলকাতা : ফের ক্ষমতায় শীর্ষাসনে সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এই ঘটনা আগেই নির্ধারিত ছিল ৷ কারণ বিরোধীপক্ষের কেউই সিএবি নির্বাচনে মনোনয়ইন জমা দেননি ৷ বৃহস্পতিবার এই সিদ্ধান্তে সরকারি সিলমোহর পড়ে গেল ৷ ২০২০ -র জুলাই অবধি সৌরভ গঙ্গোপাধ্যায়ই থাকছেন সিএবি প্রেসিডেন্ট ৷ বিসিসিআই -র সংবিধান অনুযায়ি এরপর কুলিং পিরিয়ডে যেতে হবে দাদা-কে ৷

শনিবার সিএবিতে ৮৫ তম বার্ষিক সাধারণ সভা ডাকা হচ্ছে ৷ সিএবি-র পক্ষ থেকে সুশান্ত রঞ্জন উপাধ্যায় যে বিবৃতি প্রকাশ করেছেন তাতে বলা হয়েছে, ‘আমি সিএবি  নির্বাচনী আধিকারিক জানিয়ে দিচ্ছি এই সব ব্যক্তিরা নিজেদের পদে কোনওরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয় লাভ করেছে ৷ ’

আরও পড়ুন - পুজোর আগে সুখবর, সুপ্রিম রায়ে পিটিটিআই মামলাকারীদের চাকরি

২০১৫ সালে প্রথমবার সিএবিতে সভাপতি পদে দায়িত্বে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ২০১৪ সালে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিন বছর ধরে ওয়ার্কিং কমিটিতে ছিলেন ৷ ৪৭ বছরের সৌরভ ৬ বছর অফিস বেয়ারার হিসেবে ২০২০ -র জুলাই অবধি দায়িত্বে থাকবেন ৷ এরপর নির্ধারিত কুলিং অফ পিরিয়ডের মধ্যে দিয়ে তাঁকে যেতে হবে ৷

ডালমিয়ার ছেলে অভিষেক ডালমিয়া ফের যুগ্মসচিব পদে নির্বাচিত হলেন ৷ অন্য যুগ্মসচিব হবেলন দেব্রবত দাস ৷ কোষাধ্যক্ষ হলে দেবাশিস গঙ্গোপাধ্যায় ৷ শনিবার বার্ষিক সাধারণ সভার পর সকলে সরকারিভাবে দায়িত্ব পালন শুরু করবেন ৷ সহ সভাপতি হলেন নরেশ ওঝা ৷

আরও দেখুন

First published: September 27, 2019, 2:22 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर