BCCI সংবিধানে পরিবর্তনের ইঙ্গিত, তিন বছরের জন্য সৌরভই থাকতে পারেন সভাপতি পদে

BCCI সংবিধানে পরিবর্তনের ইঙ্গিত, তিন বছরের জন্য সৌরভই থাকতে পারেন সভাপতি পদে
Photo- Video Grab

পয়লা ডিসেম্বর মুম্বইয়ে হতে চলেছে সভা। ইতিমধ্যেই প্রতিটি রাজ্যসংস্থাকে নোটিস পাঠানো হয়েছে।

  • Share this:

#মু্ম্বই: বোর্ডের মসনদে কি আরও শক্ত হচ্ছে মহারাজের গদি ? সূত্রের খবর, বার্ষিক সাধারণ সভায় দেওয়া হতে পারে সংবিধান সংশোধনের প্রস্তাব। প্রস্তাব পাস হলে দশ মাসের বদলে তিন বছর প্রেসিডেন্ট পদে বহাল থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পয়লা ডিসেম্বর মুম্বইয়ে হতে চলেছে সভা। ইতিমধ্যেই প্রতিটি রাজ্যসংস্থাকে নোটিস পাঠানো হয়েছে।

নিউজ এইটিন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জবাবের মধ্যেই একটা ইঙ্গিত রেখেছিলেন বোর্ড প্রেসিডেন্ট। সৌরভের এই ইঙ্গিত সম্ভবত প্রস্তাব আকারে উঠতে পারে বোর্ডের সাধারণ বার্ষিক সভার বৈঠকে। আগামী পয়লা ডিসেম্বর মুম্বইয়ে হতে চলেছে মহারাজ জামানার প্রথম বার্ষিক সাধারণ সভা। বারোটি বিষয়য়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

আলোচনায় দেওয়া হতে পারে সংবিধান সংশোধনের প্রস্তাব। এথিক্স কমিটি এবং ওম্বুডম্যানের নিয়োগ। নতুন ক্রিকেট কমিটির গঠন এবং নতুন ক্রিকেট উপদেষ্টা কমিটির প্রস্তাবও।

দশ মাসের জন্য বোর্ডের মসনদে প্রেসিডেন্ট সৌরভ। সচিব পদে দশ মাস সুযোগ পাবেন জয় শাহও। নিয়মে আছে....

বোর্ড বা রাজ্য সংস্থায় কোনও ব্যক্তি যদি পরপর দু'বছর পদে থাকেন, তিনি আর নির্বাচনে দাঁড়াতে পারবেন না। তাঁকে কুলিংঅফ পিরিয়ড কাটিয়ে আবার আসতে হবে।

বোর্ডের অন্দরে একাংশের দাবি, এই নিয়মের বদল চান বর্তমান প্রশাসকরা। তাই সংবিধান সংশোধনের প্রস্তাব। ওই কর্তাদের দাবি, সংবিধান সংশোধনে প্রয়োজন তিন-চতুরাংশের সমর্থন। যা অসম্ভব কিছু বলেই সূত্রের খবর। সংবিধান সংশোধন হলে, একদিকে যেমন মজবুত হবে সৌরভ-জয় শাহদের গদি, তেমনই সহজ হতে পারে আইসিসি'র মসনদে এন শ্রীনিবাসনের রাস্তা। তাই সবার চোখ এখন মুম্বইয়ে পয়লা ডিসেম্বরের বৈঠকের দিকেই।

First published: 04:16:39 PM Nov 11, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर