Home /News /sports /
#Coronavirus: মাস্কে মুখ ঢাকলেন দাদা, করোনা থেকে বাঁচতে অভিনব চেহারায় মহারাজ

#Coronavirus: মাস্কে মুখ ঢাকলেন দাদা, করোনা থেকে বাঁচতে অভিনব চেহারায় মহারাজ

দাদার ছবি ভাইরাল

 • Share this:

  #মুম্বই: করোনা ত্রাস থাবা বসিয়েছে গোটা বিশ্বে ৷ ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা সরকারিভাবে ৮১ , সারা বিশ্বে করোনায় মৃত ৫০০০ হাজার ছাড়িয়েছে ৷ পৃথিবী জুড়ে বিভিন্ন স্পোর্টিং ইভেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ৷ উয়েফা  নিজেদের টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে, পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল ৷

  আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শনিবার সেখানে সচিব জয় শাহের সঙ্গে বৈঠকে থাকবেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ উপস্থিত থাকবেন সমস্ত ফ্রাঞ্চাইজিরা৷  মুম্বইগামী বিমানে দাদা কে দেখা গেল মাস্ক পরা অবস্থায় ৷ এদিকে শনিবারের বৈঠক ছাড়াও শুক্রবারও জয়শাহ ও আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের সঙ্গেও বৈঠক ৷ ইতিমধ্যেই আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে ১৫ এপ্রিল অবধি ৷

  ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল ২০২০ ৷ কিন্তু বাড়তে থাকা করোনা ভাইরাসের প্রকোপে ১৫ এপ্রিল অবধি পিছিয়ে দেওয়া হল এই মিলিয়ন ডলার ক্রিকেটিং ইভেন্ট ৷ এমনটাই জানিয়েছে বোর্ড সূত্র ৷ ভারত তথা সারা পৃথিবীতে আইপিএল যেভাবে দাপট দেখাচ্ছে তা নিয়ে আতঙ্ক চরম সীমায় পৌঁছেছে ৷ স্বাস্থ্য সচেতনাতাই প্রাথমিক শর্ত মাথায় রেখেই এই বড় সিদ্ধান্তে সিলমোহর ৷

  আরও পড়ুন - #Coronavirus: শরীর খারাপ, এবার করোনা ভাইরাস পরীক্ষা হল এই ক্রিকেটারের

  করোনার কাঁটা এবার আইপিএলেও। ভাইরাসের ভয়ে এবছর টুর্নামেন্ট না করার পরামর্শ বিদেশমন্ত্রকের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল৷ শুক্রবার বিসিসিআয়ের পক্ষ থেকে সচিব জয় শাহ বিবৃতি দিয়ে জানিয়েচেন, ‘বিসিসিআই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ও সংবেদনশীল -পাশাপাশি সমস্ত স্টেকহোল্ডারদের -সব মানুষদের নিয়ে চিন্তিত ৷ আর সেটা যাতে ঠিক থাকে তার জন্য যে পদক্ষেপ প্রয়োজন তা নেওয়া হবে ৷ আইপিএলের সঙ্গে যারা যুক্ত তাদের আনন্দের কথাও মাথায় রাখা হয়েছে ৷ বিসিসিআই সরকার ও কেন্দ্রীয় যুব কল্যান ও ক্রীড়ামন্ত্রকের সঙ্গেও যোগাযোগ রেখেছে৷ তাছাড়া কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে ৷ ’

  বিদেশমন্ত্রকের পরামর্শেই মোদি সরকারের বার্তা দেখতে পাচ্ছে BCCI-এর কর্তাদের একাংশ। ক্রীড়ামন্ত্রকও নির্দেশে দিয়েছে যে, এই মুহূর্তে খেলাধুলোর কোনও ইভেন্টে বেশি দর্শকের উপস্থিতি কাম্য নয়। এই পরিস্থিতিতে আইপিএল নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার গর্ভনিং কাউন্সিলের বৈঠকে টুর্নামেন্টের পক্ষে সিদ্ধান্ত হলেও সমস্যা অনেক। BCCI-কেই।

  আইপিএল পিছিয়ে যাওয়ায় প্রাথমিকভাবে ভাবনা আইপিএলের সূচি কম করে দেওয়া হবে  ৷ কারণ আইপিএল একেবারে ধরাবাঁধা সূচির মধ্যে হয় নয়া সূচি অনুযায়ি প্রায় দু' সপ্তাহ পিছিয়ে দেওয়া হচ্ছে ফলে ম্যাচ কাঁটছাঁট করতে হচ্ছে ৷ করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বোর্ড ৷ পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তেই নজর রাখা হয়েছে একইসঙ্গে কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ রাখছে বোর্ড ৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Corona Virus, Coronavirus, Sourav Ganguly, করোনা, করোনা ভাইরাস, সৌরভ গঙ্গোপাধ্যায়

  পরবর্তী খবর