#নয়াদিল্লি: রাত পোহালেই শুরু হতে চলেছে লঙ্কা প্রিমিয়ার লিগ। যার গালে গ্ল্যাডিয়েটর্স টিমের অধিনায়ক পাকিস্তানের শাহিদ আফ্রিদি। তবে, শুরুতেই তিনি থাকতে পারছেন না টিমের সঙ্গে। মিস করবেন প্রথম ম্যাচও। কারণ অবশ্য তিনি নিজেই। ৪০ বছর বয়সী এই পাক-ক্রিকেটার সোমবার মিস করেছেন শ্রীলঙ্কার ফ্লাইট। নিজেই এ কথা জানিয়েছেন ট্যুইটারে। যা নিয়ে তাঁকে রীতিমতো ট্রোল করা শুরু করেছেন নেটিজেনদের একাংশ। অনেকে লিখছেন, কোথায় গেলেন গালের অধিনায়ক? অনেকে আবার লিখছেন, ফুল টস মিস করেছেন আফ্রিদি!
তাঁর এই ট্যুইটের পরই তাঁকে নিয়ে ট্রোল করতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই বলছেন, টিমের অধিনায়ক পিছিয়ে পড়লেন। অনেকে আবার তাঁর পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলছেন। বলছেন, অধিনায়ক থেকেই বা কী লাভ হবে গালের?
https://twitter.com/DennisCricket_/status/1330974308764553217https://twitter.com/imparthpandit/status/1330822483025432576https://twitter.com/Raghav888mani/status/1330812819562872834https://twitter.com/MirCricketer/status/1330853039616364552https://twitter.com/IamAfridianGirl/status/1330793608501452801https://twitter.com/Pakpatriot1234/status/1330977693421219842https://twitter.com/YogeshR26066503/status/1330801072739287043https://twitter.com/SameenMalik7/status/1330793047311884288৪০ বছর বয়স হলেও এখনও ২২ গজে রীতিমতো দাপটের সঙ্গেই খেলে চলেছেন আফ্রিদি। একদিকে পাকিস্তান টি-২০ দলের অধিনায়ক তিনি। তার উপরে কয়েক দিন আগেই শেষ করেছেন পাকিস্তান সুপার লিগের খেলা। আর তার পরই যোগ দিতে চলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। তবে, তাঁর পারফরম্যান্স নিয়ে সে ভাবে খুশি নন ক্রিকেটপ্রেমীদের একাংশ। অনেকেই ট্যুইটে লিখছেন যে বিশ্রাম নিয়ে মাঠে নামতে পারতেন তিনি। অনেকে আবার বলছেন, তাঁর থাকা আর না থাকা টিমের উপরে কোনও প্রভাব ফেলবে না। নেটিজেনদের একাংশ এমন লিখলেও পাকিস্তান ক্রিকেটের ভক্তরা বা তাঁর অনুগামীরা অবশ্য পাল্টা উত্তর দিয়ে চলেছেন।
জানা গিয়েছে, গালে গ্ল্যাডিয়েটর্সের অধিনায়কের তালিকায় প্রথমে নাম ছিল না তাঁর। লাসিথ মালিঙ্গা বা সরফরাজ আহমেদই পছন্দ ছিল ফ্র্যাঞ্চাইজির। তবে, দু'জনেই খেলার জন্য প্রস্তুত নয় বলে জানাতে আফ্রিদিকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়। তাঁর অনুপস্থিতিতে প্রথম ম্যাচ ছাড়াও আরও কয়েকটি ম্যাচ খেলতে হতে পারে গালেকে। কারণ শ্রীলঙ্কায় গিয়ে তাঁকে তিন দিন থাকতে হবে কোয়ারান্টিনে। তাই এই সময়ে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ভানুকা রাজাপক্ষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shahid Afridi, Sri Lanka