corona virus btn
corona virus btn
Loading

ভারতীয় দলের জন্য বড় ধাক্কা, চোট শিখর ধাওয়ানের, ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে T20 সিরিজে খেলবেন সঞ্জু স্যামসন

ভারতীয় দলের জন্য বড় ধাক্কা, চোট শিখর ধাওয়ানের, ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে T20 সিরিজে খেলবেন সঞ্জু স্যামসন
Photo- File

শিখর ধাওয়ানের সময়টা সত্যিই খারাপ চলছে, ফর্মহীণতার মধ্যেই খারাপভাবে চোট পেলেন তিনি

  • Share this:

#মুম্বই :  ভারতীয় দলের জন্য বড় ধাক্কা ৷ শিখর ধাওয়ান চোট পেয়ে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেই তিনি ৷ হায়দরাবাদে ডিসেম্বরের ৬ তারিখে প্রথম T20  ম্যাচ ৷ ধাওয়ানের পরিবর্ত হিসেবে আসছেন সঞ্জু  স্যামসন ৷ দক্ষিণী এই ক্রিকেটার বড় মঞ্চে সুযোগ পেতে চলেছেন তিনি ৷

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ সুরাতে ৷ সুপার লিগের ম্যাচে মহারাষ্ট্র বনাম দিল্লি ম্যাচ চলছিল ৷ সে ম্যাচে দিল্লির জার্সিতে খেলার সময়েই বাঁ হাঁটুতে চোট পেয়েছেন শিখর ধাওয়ান ৷ ব্যাট করার সময় পুরো শরীর দিয়ে একটা ডাইভ করেছিলেন শিখর ধাওয়ান ৷ এই সময় প্যাড থেকে একটি কাঠের টুকরো তাঁর হাঁটুতে ঢুকে যায় ৷ হাঁটুতে একাধিক স্টিচ করা হয়েছে শিখর ধাওয়ানের ৷

আরও পড়ুন - প্রতি ১০ জনের ৭ জন ভারতীয় মহিলা পুরুষদের ধোঁকা দেন, সার্ভে রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উড়িয়ে দিচ্ছে স্বামীদের রাতের ঘুম

 নির্বাচন কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ  এবং এনসিএ -র ফিজিও আশিস কৌশিক হাজির ছিলেন সুরাতে ৷ তাঁরা জানিয়েছে টি-টোয়েন্টি সিরিজের আগে সুস্থ হতে পারবেন না ভারতীয় এই ওপেনার ৷ এই টি-টোয়েন্টি সিরিজে কিছু সুযোগ পাবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ৷ বাংলাদেশের বিরুদ্ধে দলে থাকলেও প্রথম এগারোর শিকে ছেড়েনি সঞ্জুর ৷

 আরও দেখুন
First published: November 27, 2019, 10:00 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर