#মুম্বই: বিশ্ব ক্রিকেটের ব্যাটিং তারকা সচিন তেন্ডুলকরের ২১ বছরের ছেলে অর্জুন তেন্ডুলকর অভিষেক ঘটল সিনিয়র ক্রিকেটে৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে অভিষের অর্জুনের৷ শুক্রবার হরিয়ানার বিরুদ্ধে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ম্যাচের আসর৷ তরুণ বাঁহাতি পেসার এর আগে বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলেছেন৷ তৃতীয় ম্যাচে মুম্বইয়ের জার্সিতে প্রথম একাদশে সুযোগ পেলেন তিনি৷
অর্জুন তেন্ডুলকর প্রথম দুটি ম্যাচে মুম্বইতে জার্সি গায়ে খেলেননি৷ এলিট ই গ্রুপের ম্যাচে খেলবেন তিনি৷ অর্জুন তেন্ডুলকর যে মুম্বই দলের হয়ে খেলবেন তাঁর নেতৃত্বে রয়েছেন সূর্যকুমার যাদব৷ ২১ বছরের ক্রিকেটার প্রাথমিকভাবে বোলার হিসেবে সুযোগ পেয়েছেন৷ তিনি খানিকটা ব্যাটও করতে পারেন৷ ভারতীয় সিনিয়র দলের সঙ্গে তিনি নেট বোলার সফর করছেন৷
অর্জুন ইংল্যান্ডের সিনিয়র দলের সঙ্গেও ট্রেনিং করেছেন ২০১৭ সালে৷ সে সময়েই তিনি নজর কাড়েন৷ তাঁর ইয়র্কার বলের প্রশংসা হয় নানা মহলে৷ জনি বেরিস্তো তাঁর বলের আঘাতে ট্রেনিং ছেড়ে বেরিয়ে যান৷
অর্জুন মুম্বই -র হয়ে অনুর্ধ্ব ১৯ স্তর থেকে খেলছেন৷ ২০১৯ -র মুম্বই টি ২০ লিগও খেলেছেন৷ অর্জুন ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের হয়ে অভিষেক করেছেন ২০১৮ তে৷ শ্রীলঙ্কা অনুর্ধ্ব ১৯ -র দলের হয়ে ইয়ুথ টেস্ট সিরিজ খেলেছেন৷ সেই ম্যাচে -র তৃতীয় বলেইনসুইং ডেলিভারিতে উইকেট পেয়েছিলেন তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arjun Tendulkar, Sachin Tendulkar