হোম /খবর /খেলা /
সিনিয়র ক্রিকেটে অভিষেক সচিন পুত্রের, সৈয়দ মুস্তাক ট্রফিতে প্রথম একাদশে অর্জুন

সিনিয়র ক্রিকেটে অভিষেক সচিন পুত্রের, সৈয়দ মুস্তাক ট্রফিতে প্রথম একাদশে অর্জুন

Arjun Tendulkar makes senior debut for Mumbai in Syed Mushtaq Ali Trophy (AFP Photo)

Arjun Tendulkar makes senior debut for Mumbai in Syed Mushtaq Ali Trophy (AFP Photo)

Syed Mushtaq Ali Trophy তে সিনিয়র ক্রিকেটে অভিষেক অর্জুন তেন্ডুলকরের৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বিশ্ব ক্রিকেটের ব্যাটিং তারকা সচিন তেন্ডুলকরের ২১ বছরের ছেলে অর্জুন তেন্ডুলকর অভিষেক ঘটল সিনিয়র ক্রিকেটে৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে অভিষের অর্জুনের৷ শুক্রবার হরিয়ানার বিরুদ্ধে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ম্যাচের আসর৷ তরুণ বাঁহাতি পেসার এর আগে বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলেছেন৷ তৃতীয় ম্যাচে মুম্বইয়ের জার্সিতে প্রথম একাদশে সুযোগ পেলেন তিনি৷

অর্জুন তেন্ডুলকর প্রথম দুটি ম্যাচে মুম্বইতে জার্সি গায়ে খেলেননি৷ এলিট ই গ্রুপের ম্যাচে খেলবেন তিনি৷ অর্জুন তেন্ডুলকর যে মুম্বই দলের হয়ে খেলবেন তাঁর নেতৃত্বে রয়েছেন সূর্যকুমার যাদব৷ ২১ বছরের ক্রিকেটার প্রাথমিকভাবে বোলার হিসেবে সুযোগ পেয়েছেন৷ তিনি খানিকটা ব্যাটও করতে পারেন৷ ভারতীয় সিনিয়র দলের সঙ্গে তিনি নেট বোলার সফর করছেন৷

অর্জুন ইংল্যান্ডের সিনিয়র দলের সঙ্গেও ট্রেনিং করেছেন ২০১৭ সালে৷ সে সময়েই তিনি নজর কাড়েন৷ তাঁর ইয়র্কার বলের প্রশংসা হয় নানা মহলে৷ জনি বেরিস্তো তাঁর বলের আঘাতে ট্রেনিং ছেড়ে বেরিয়ে যান৷

অর্জুন মুম্বই -র হয়ে অনুর্ধ্ব ১৯ স্তর থেকে খেলছেন৷ ২০১৯ -র মুম্বই টি ২০ লিগও খেলেছেন৷ অর্জুন ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের হয়ে অভিষেক করেছেন ২০১৮ তে৷ শ্রীলঙ্কা অনুর্ধ্ব ১৯ -র দলের হয়ে ইয়ুথ টেস্ট সিরিজ খেলেছেন৷ সেই ম্যাচে -র তৃতীয় বলেইনসুইং ডেলিভারিতে উইকেট পেয়েছিলেন তিনি৷

Published by:Debalina Datta
First published:

Tags: Arjun Tendulkar, Sachin Tendulkar