#বার্লিন : ২০১১ - বিশ্বকাপ জয়ের পর সতীর্থরা কাঁধে তুলে নিয়েছিলেন সচিন তেন্ডুলকরকে ৷ আর ২০ বছরের সেরা স্পোর্টিং মুহূ্র্তের লড়াইতে সেরার শিরোপা ছিনিয়ে নিল সেই মোমেন্ট ৷ এমনিতেই যেকোনও কারোর জন্য দেশের জন্য বিশ্বকাপ জেতা স্বপ্ন ৷ সোমবার ক্রীড়াদুনিয়ার সেরা সম্মান মঞ্চ থেকে সম্মানিত হলেন তিনি ৷
সারা পৃথিবীর ক্রিকেট ফ্যানদের থেকে সবচেয়ে বেশি ভোট পেয়ে ২০ বছরের মধ্যে সেরা ক্রিকেট মুহূর্তের সম্মান পেলেন সচিন ৷ তেন্ডুলকর ২০১১ সালে নিজের কেরিয়ার শেষ ও ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন ৷ মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে নিজের স্বপপূরণের উড়ান ভরেছিলেন সচিন ৷ নুয়ান কুলশেখরার বলে ছয় মেরে বিশ্বকাপ জিতেছিলেন ধোনি ৷ আর পাঁচবারের বিশ্বকাপে যা হয়নি তাই হল ষষ্ঠবারের বিশ্বকাপে ৷ সেই বিশ্বকাপ জয়ের পরেই সতীর্থদের পিঠে চেপে মাঠ ঘুরেছিলেন মাস্টারব্লাস্টার সচিন ৷
Photo -Reutersঅস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়া এদিন সচিনের হাতে ট্রফি তুলে দেন ৷ আর টেিস লেজেন্ড বরিস বেকার ঘোষণা করেন চ্যাম্পিয়নের নাম ৷ সচিন স্বাভাবিকভাবেই আবেগতাড়িত এই সম্মান পেয়ে ৷ তিনি বলেন , ‘এটা অভাবনীয় বিশ্বকাপ জয়ের আনন্দ কী হয় তা ভাষায় প্রকাশ করা যায় না ৷ কতবার এরকম হয় আপনি এরকম কোনও মঞ্চ পান যেখানে কোনও মিশ্র প্রতিক্রিয়া থাকে না ৷ খুব সময় হয় যখন গোটা দেশ আনন্দ করে ৷ ’আরও পড়ুন -র্যাম্পে হাঁটার সময় খুলে গেল লেহঙ্গা, সঙ্গে সঙ্গে ঘুরে গেলেন অভিনেত্রী, দেখুন ভিডিও
দেখে নিন এই সম্মান পাওয়ার পর ঠিক কতটা আবেগে ভেসে গিয়েছিলেন ‘ক্রিকেটের ভগবান’ ৷স্মৃতির পথে ভেসে তিনি জানিয়েছেন কীভাবে ১৯৮৩ সালে যখন ভারত প্রথম বিশ্বকাপ জিতেছিল তখন থেকে নিজের ক্রিকেট জার্নি শুরু করেছিলেন সচিন ৷ জানিয়েছিলেন ভারতের ওই প্রথম বিশ্বকাপ জয় একটা দশ বছরের ছেলেকেও এমনভাবে নাড়া দিয়েছিল যে সে স্বপ্ন দেখেছিল ফের বিশ্বজয়ের ৷ ক্রীড়াদুনিয়ার অন্যতম সেরা মঞ্চে সচিনের এই সম্মান ফের একবার গর্বিত করল ভারতীয় ক্রীড়াদুনিয়াকে ৷
Published by:Debalina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।