লকডাউন মেনে করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়ুন ভিডিও বার্তা সচিনের

Last Updated:

মাস্টারব্লাস্টারের পরামর্শ থাকুন পরিবারের সঙ্গে, কাটান কোয়ালিটি টাইম

#মুম্বই: সচিন তেন্ডুলকরের বিশেষ ভিডিও বার্তা ৷ একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন ৷ করোনা ভাইরাসের মারণ প্রকোপ রুখতে দেশে এক বেনজির পরিস্থিতি ৷ লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের মতো একাধিক শব্দ বারবার জোর দিয়ে বোঝানোর চেষ্টা করছেন সকলেই ৷
সচিন তেন্ডুলকর নিজের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সিদ্ধান্তের সঙ্গে ঐক্যমত হয়েছেন ৷ পাশাপাশি দেশবাসীর কাছে লকডাউন সফল করার জন্য আবেদন জানিয়েছেন ৷ নিজের পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন গত দশদিন ধরে কোনও বন্ধুবান্ধব কোনও আত্মীয়ের সঙ্গে তিনি দেখা করেননি, আর আগামী ২১ দিনেও তিনি বা তাঁর পরিবারের কেউ কারোর সঙ্গে মেলামেশা করবে না বলে জানিয়েছেন ৷
advertisement
মাস্টারব্লাস্টার আরও বলেছেন সারা পৃথিবী এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে ৷ একমাত্র মানুষই পারে এই লড়াই জিততে , তাই সব ভারতীয়কে জোটবদ্ধ হয়ে এই করোনার করালগ্রাস থেকে মুক্ত হওয়ার কথা বলেছেন তিনি ৷ আর এই লড়াইতে জয়ের একমাত্র পথ শুধুমাত্র ঘর থেকে না বেরোনো৷
advertisement
দেখে নিন ঠিক কী বলেছেন সচিন নিজের ভিডিও বার্তায় ৷
advertisement
এদিকে এর আগেও যখন থেকে বিশ্বে করোনা প্রকোপ দেখাতে শুরু করেছে তখন থেকে বিভিন্ন সমাজ সচেতনতামূলক ভিডিও পোস্ট করেছেন সচিন ৷ তিনি যেহেতু ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসডর তাই তিনি একাধিকবার সঠিকভাবে হাতকে জীবাণুমুক্ত করার ভিডিও পোস্ট করেছেন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
লকডাউন মেনে করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়ুন ভিডিও বার্তা সচিনের
Next Article
advertisement
JMM BJP Alliance in Jharkhand: দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের রাজনীতিতে নতুন সমীকরণ?
দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের রাজনীতিতে নতুন সমীকরণ?
  • দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় হেমন্ত সোরেন৷

  • ঝাড়খণ্ডের রাজনীতিতে বড় বদলের জল্পনা৷

  • সরকারেও বড় বদলে যেতে পারে জোট সমীকরণ৷

VIEW MORE
advertisement
advertisement