লকডাউন মেনে করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়ুন ভিডিও বার্তা সচিনের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মাস্টারব্লাস্টারের পরামর্শ থাকুন পরিবারের সঙ্গে, কাটান কোয়ালিটি টাইম
#মুম্বই: সচিন তেন্ডুলকরের বিশেষ ভিডিও বার্তা ৷ একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন ৷ করোনা ভাইরাসের মারণ প্রকোপ রুখতে দেশে এক বেনজির পরিস্থিতি ৷ লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের মতো একাধিক শব্দ বারবার জোর দিয়ে বোঝানোর চেষ্টা করছেন সকলেই ৷
সচিন তেন্ডুলকর নিজের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সিদ্ধান্তের সঙ্গে ঐক্যমত হয়েছেন ৷ পাশাপাশি দেশবাসীর কাছে লকডাউন সফল করার জন্য আবেদন জানিয়েছেন ৷ নিজের পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন গত দশদিন ধরে কোনও বন্ধুবান্ধব কোনও আত্মীয়ের সঙ্গে তিনি দেখা করেননি, আর আগামী ২১ দিনেও তিনি বা তাঁর পরিবারের কেউ কারোর সঙ্গে মেলামেশা করবে না বলে জানিয়েছেন ৷
advertisement
মাস্টারব্লাস্টার আরও বলেছেন সারা পৃথিবী এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে ৷ একমাত্র মানুষই পারে এই লড়াই জিততে , তাই সব ভারতীয়কে জোটবদ্ধ হয়ে এই করোনার করালগ্রাস থেকে মুক্ত হওয়ার কথা বলেছেন তিনি ৷ আর এই লড়াইতে জয়ের একমাত্র পথ শুধুমাত্র ঘর থেকে না বেরোনো৷
advertisement
দেখে নিন ঠিক কী বলেছেন সচিন নিজের ভিডিও বার্তায় ৷
advertisement
এদিকে এর আগেও যখন থেকে বিশ্বে করোনা প্রকোপ দেখাতে শুরু করেছে তখন থেকে বিভিন্ন সমাজ সচেতনতামূলক ভিডিও পোস্ট করেছেন সচিন ৷ তিনি যেহেতু ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসডর তাই তিনি একাধিকবার সঠিকভাবে হাতকে জীবাণুমুক্ত করার ভিডিও পোস্ট করেছেন ৷
As we hope and pray for the #CoronaVirus to be contained, the simplest action we can take to protect everyone is to wash our hands regularly and properly. Let us also salute the efforts of all authorities working round the clock in the battle against #COVIDー19@UNICEF @WHO pic.twitter.com/MTxHV5TZI9
— Sachin Tendulkar (@sachin_rt) March 6, 2020
advertisement
Today India came together even while staying in our homes. While we are at home there are many who are selflessly performing their duties. Thank you to each one of you for putting us before yourself. The discipline & commitment we showed today needs to continue.#JantaCurfew pic.twitter.com/Cda4z9L4R7
— Sachin Tendulkar (@sachin_rt) March 22, 2020
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2020 7:15 PM IST

