corona virus btn
corona virus btn
Loading

শহরে হাজির মাস্টারব্লাস্টার, দাদা আর কলকাতার ভূয়সী প্রশংসা সচিনের গলায়

শহরে হাজির মাস্টারব্লাস্টার, দাদা আর কলকাতার ভূয়সী প্রশংসা সচিনের গলায়
Photo- File

দাদা-র শহরে হাজির সচিন

  • Share this:

#কলকাতা: Pink Ball Test নিয়ে একে একে শুক্রবার সকাল থেকেই কলকাতায় পৌঁছে যাচ্ছেোন তারকারা ৷ যা আরও উত্তাপ বাড়িয়ে দিচ্ছে ৷ সকালে সানিয়া মির্জা-বেঙ্কটেশ প্রসাদ-কপিল দেবের পরেই এসে যান মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ বিমানবন্দরে তারকা এক ঝলক দেখার জন্য উন্মাদনা ছিল চরম ৷ সচিনও কলকাতার এই প্যাশনকে কুর্নিশ জানান ৷

ভারতের প্রথম দিন রাতের টেস্ট, পিঙ্ক বল টেস্ট ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে ৷ তারকারাও ব্যক্তিক্রম নন ৷ Pink Ball Test উপলক্ষ্যে কলকাতায় একে একে এসেছেন বেঙ্কটেশ প্রসাদ, কপিলদেব, সচিন তেন্ডুলকর ৷

আরও পড়ুন - Pink Test : ইতিহাসের সাক্ষী হতে কলকাতায় হাসিনা, আরও কারা থাকছেন ইডেন আলো করতে

কলকাতায় পৌঁছেই সচিন নিজের মত ব্যক্ত করেছেন ৷ তিনি বলেছেন, ‘ এই ম্যাচ ঘিরে তিনি উচ্ছ্বসিত ৷ ভারতের ক্রিকেট মুকুটে নতুন পালক এই পিঙ্ক বল টেস্ট ৷ কারণ এটাই ভারতের প্রথম দিন-রাতের টেস্ট ৷ সৌরভ , বাকি দল ওবং বিসিসিআইয়ের এটা দারুণ প্রয়াস ৷ একটা ভালো দলগত প্রয়াস ছাড়া এটা হওয়া সম্ভব ছিল না ৷ ভারতীয় দর্শকদের জন্য এটা পুরোপুরি একটা নতুন অভিজ্ঞতা ৷ এই টেস্টের প্রতি মুহূর্ত উপভোগ করব ৷ কলকাতা এই ধরণের বড় ইভেন্টের জন্য খ্যাত, এবার এটা দেখতে যাব ৷   ’

এদিকে ইতিমধ্যেই ইডেনেও পৌঁছে গেছেন কপিল-সচিনরা ৷দেখে নিন সচিন ঠিক কী জানালেন বিমানবন্দরে ৷

First published: November 22, 2019, 11:52 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर