Pink Test -র আগেই ওয়েস্টইন্ডিজের জন্য দল নির্বাচন, রোহিত কি বিশ্রামে?

Pink Test -র আগেই ওয়েস্টইন্ডিজের জন্য দল নির্বাচন, রোহিত কি বিশ্রামে?
Photo- File

কলকাতায় অনুশীলনের আগে শুটিংয়ে ব্যস্ত কোহলি, আর অনুশীলন চলাকালীন হাতে চোট পেলেন রোহিত

  • Share this:

#কলকাতা :  রোহিত শর্মাকে কি বিশ্রাম দেওয়া হবে? ক্যারিবিয়নদের বিরুদ্ধে সিরিজে হিটম্যান বিশ্রামের সিদ্ধান্ত অবশ্য অনেকটাই নির্ভর করছে তাঁর ওপর ৷ কারণ এই ক্যালেন্ডার ইয়ারে দু‘বার বিশ্রাম নিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তখন দলের দায়িত্ব সামলেছেন রোহিত ৷ এবার তাঁর বিশ্রাম মূল আলোচনার বিষয় ৷ বৃহস্পতিবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল নির্বাচন। সম্ভবত এবার শেষ নির্বাচনী বৈঠকে বসবেন এমএসকে প্রসাদ , দেবাং গান্ধী,শরণদীপ সিং, যতীন পরঞ্জপে, গগন খোডা। যা ইঙ্গিত, তাতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে রোহিত শর্মাকে।

বিশ্বকাপে চোটের কারণে ছিটকে যাওয়ার পর থেকেই ফর্ম হাতড়াচ্ছেন শিখর ধাওয়ান ৷ তাই তাঁকে নিয়ে চিন্তা রয়েছে ৷ সাদা বলের ক্রিকেটে ময়াঙ্কের দারুণ পারফরম্যান্সের জেরে তাঁর নামও উঠতে পারে ৷ লালবলেও এই ক্রিকেটারকে দেখে নিতে চাইতে পারে টিম ম্যানেজমেন্ট ৷নতুন ওপেনার হিসেবে তুলে আনা হতে পারে শুভমান গিলকে।

আরও পড়ুন - ইডেনে প্রলয়ের ঘূর্ণি, বাঁ-হাতির বলে আউট মামুদউল্লাহ, পেলেন দারুণ উপহার

ঋষভ পন্থের শট সিলেকশন নিয়েও উঠছে প্রশ্ন অন্যদিকে সঞ্জু স্যামসন বিজয় হাজারেতে দ্বি শতরান করেছেন ফলে তাঁকে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ভাবা হতে পারে ৷ আবার হতে পারে এই ছ'টি ম্যাচে তাঁকে আরও একবার সুযোগ দেওয়া হতে পারে ৷

অনুশীলনে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি ৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তিনি কি সিরিজে ফিরতে পারেন সেটাও জানা যাবে ৷

পেস অ্যাটাকের দায়িত্ব সামলাবেন শিভম দুবে, শার্দুল ঠাকুররা ৷ এখনও চোট থেকে পুরো মুক্তি পাননি ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ৷ স্পিন বোলিংয়ের ক্ষেত্রে যজুবেন্দ্র চাহাল আঁটোসাঁটো, অন্যদিকে দীপক চাহার , ওয়াশিংটন সুন্দরারও সম্ভবত সুযোগ পাচ্ছেনই ৷

_DSC0827 (1)

এদিকে কলকাতায় এসে জোরকদমে ব্যস্ত বিরাট কোহলি সকালে শুটিং। বিকেলে অনুশীলন। কলকাতায় বুধবার ব্যস্ত বিরাট। এদিন সোনারপুরের একটি হোমে শুটিংয়ের জন্য যান ভারত অধিনায়ক। বিকেলে ইডেনের নেটে গোলাপি বলে তাঁকে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা যায়।অন্যদিকে অনুশীলনের সময় হাতে চোট পান রোহিত শর্মা ৷

আরও দেখুন

First published: November 21, 2019, 12:02 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर