#ডারহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলা শুরু করে দিল টিম ইন্ডিয়া৷ মঙ্গলবার ইন্ডিয়া বনাম কাউন্টি সিলেক্ট একাদশ ম্যাচের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা৷ তিনদিনের এই অনুশীলন ম্যাচ খেলা হচ্ছে ডারহামের চেস্টার লি স্ট্রিটে৷ এই ম্যাচটির প্রথম শ্রেণীর ম্যাচের মান্যতা রয়েছে৷ এই ম্যাচ খেলেই ইংল্যান্ডের বিরুদ্ধে অগাস্টের ৪ তারিখ থেকে যে টেস্ট শুরু হতে চলেছে তার কম্বিনেশন ঠিক করে নিতে পারবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক৷
ভারতীয় দল (Indians Squad) - রোহিত শর্মা (Rohit Sharma), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane), বিরাট কোহলি (Virat Kohli) , হনুমা বিহারী (Hanuma Vihari), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) , রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), অক্ষর প্যাটেল (Axar Patel), শার্দুল ঠাকুর (Shardul Thakur), মহম্মদ শামি (Mohammed Shami), উমেশ যাদব (Umesh Yadav), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), ইশান্ত শর্মা (Ishant Sharma) ইংল্যান্ডে থাকলেও এই ম্যাচে বিরাট ও অজিঙ্ক কেউই না খেলায় রোহিতের ওপর অধিনায়কত্বের ব্যাটন গেছে৷ রোহিতের নেতৃত্বাধীন অনুশীলন ম্যাচে ভারতের একাদশ হল - Rohit Sharma(c), Mayank Agarwal, Cheteshwar Pujara, Hanuma Vihari, KL Rahul(w), Ravindra Jadeja, Axar Patel, Shardul Thakur, Umesh Yadav, Jasprit Bumrah, Mohammed Siraj৷
এদিকে কাউন্টি সিলেক্ট একাদশে রয়েছেন - Zak Chappell, Robert Yates, James Bracey(w), Haseeb Hameed, Rehan Ahmed, James Rew, Will Rhodes(c), Jake Libby, Lyndon James, Craig Miles, Liam Patterson-White, Ethan Bamber, Jack Carson৷ প্রথম অনুশীলন ম্যাচে টসে জিতে দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন যাতে সকলেই ইংলিশ কন্ডিশনে মানিয়ে নিতে পারেন৷
এই ম্যাচে কেএল রাহুল ইন্ডিয়ান দলের উইকেটরক্ষকের কাজ করবেন৷ ঋষভ পন্থকে পাওয়া যাচ্ছে না করোনার কারণে অন্যদিকে ঋদ্ধিমান সাহাকেও আইসোলেশনে থাকতে হচ্ছে৷ তবে কোভিড থেকে পন্থ সেরে উঠেছেন তিনি বৃহস্পতিবার ডারহামে দলের সঙ্গে যোগ দেবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rohit Sharma