• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ডিনারে দেখা রোহিত -রাহানের, ক্রিকেট নয় আলোচনা করলেন ‘মেয়ে’ নিয়ে!

ডিনারে দেখা রোহিত -রাহানের, ক্রিকেট নয় আলোচনা করলেন ‘মেয়ে’ নিয়ে!

Photo- File

Photo- File

বিশ্রামে আছেন রোহিত, নেই রাহানেও তাই `এই’ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জমে উঠল আলোচনা, খোলাখুলি জানালেন জিঙ্কস

 • Share this:

  #মুম্বই : ভারত এই মুহূ্র্তে শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেট সিরিজ খেলছে ৷ বুধবার শেষ টি টোয়েন্টি খেলবে তারা ৷ প্রথম টি টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে গেছে, আর ইনদওরে দ্বিতীয় টি টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে ভারত ৷ ফলে কোনওভাবেই এই সিরিজ ভারত খোয়াচ্ছে না তা নির্ধারিত হয়ে গেছে ৷ এদিকে এই সিরিজে বিশ্রামে রয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা ৷ আর দলে নেই অজিঙ্ক রাহানেও ৷ ফলে এই দুই ক্রিকেটার নিজেদের মতো করে সময় কাটানোর জন্য নৈশভোজে দেখা করলেন ৷

  নতুন দায়িত্ব পেয়েছেন এই দুই ক্রিকেটারই ! আরে খেলার মাঠে কোনও নতুন দায়িত্ব পাওয়ার কথা নয় ব্যক্তিগত জীবনে এই পদোন্নতি ৷ দু'জনেই সদ্য সদ্য বাবা হয়েছেন ৷ রোহিতের মেয়ে ২০১৮ -র ৩০ ডিসেম্বর জন্মেছে সামাইরা ৷ আর ২০১৯ -র ৫ অক্টোবর জন্মেছে রাহানের মেয়ে ৷ ফলে দুই বাবা নিজেদের বাচ্চা প্রতিপালন ও কন্যাদের নিয়ে গল্পে মাতেন ৷

  আরও পড়ুন -

  আর এই গল্পের টপিকের সিক্রেট আউট করেছেন জিঙ্কস বা অজিঙ্ক রাহানে ৷ নিজেদের স্ত্রীকে নিয়ে ডিনারে গিয়েছিলেন তাঁরা ৷ সেখানেই জমেছিল এই গল্প ৷

   

  এদিকে রোহিত শর্মা অধিনায়ক বিরাট কোহলির সুরে সুর মিলিয়েছেন ৷ দিন কয়েক আগে বিরাট কোহলি জানিয়েছেন চারদিনের টেস্টের পক্ষে তিনি নন ৷ সেই একই কথা বললেন রোহিত শর্মা ৷ তিনি জানিয়েছেন আইসিসি-র নয়া প্রস্তাবিত চারদিনের টেস্টের পক্ষে তিনি নন ৷ তিনি জানিয়েছেন, ‘যদি এটা চারদিনের হয় তাহলে সেটা টেস্ট নয় প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ ৷এটা একেবারে সহজ কথা ৷’ আইসিসি-র এই নয়া প্রস্তাবে ক্রিকেট দুনিয়া দু'ভাগে বিভক্ত হয়ে গেছে ৷ রোহিত, বিরাটের দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসি ও ইংল্যান্ডের জো রুট ৷

  আরও দেখুন
  Published by:Debalina Datta
  First published: