#IndvsAus: কেমন আছে রোহিত শর্মার চোট, আপডেট দিলেন খোদ ক্যাপ্টেন কোহলি

#IndvsAus: কেমন আছে রোহিত শর্মার চোট, আপডেট দিলেন খোদ ক্যাপ্টেন কোহলি
Photo- AFP

শিখর ধাওয়নেরই বা কি খবর

  • Share this:

#রাজকোট : ভারতীয় দল ও ভারতীয় দলের ফ্যানদের জন্য সুখবর রেহিত শর্মার চোট ভয়ানক নয়-এমনটাই জানিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ কোহলি জানিয়েছেন বাঁ কাঁধে চোট পান রোহিত , তবে কোনও রকম টিস্যুতে চোট হয়নি ৷ রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীন ৪৩ তম ওভারে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বডি থ্রো করেন রোহিত ৷ সেসময়েই চোট পান তিনি ৷

সুইপার কভার পজিসন থেকে বাউন্ডারি বাঁচানোর জন্য ছুটতে শুরু করেছিলেন হিটম্যান তারপরেই চোটটা লাগে ৷ মাঠেই যখন তাঁকে দেখা যাচ্ছিল তখনই বোঝা যায় যন্ত্রনা হচ্ছে তাঁর ৷ এমনিতেইরোহিতের বাঁ কাঁধে চোট আছে ৷ কোহলি জানিয়েছেন ফিজিও নীতিন প্যাটেল বিষয়টি সঙ্গে সঙ্গে দেখেন ও মাঠ ছেড়ে উঠে যান রোহিত, তার বদলে মাঠে নামেন কেদার যাদব ৷

আরও পড়ুুন - শ্লীলতাহানিতে অভিযুক্ত ছয় জামিনে মুক্ত, তারপর যা করলেন শিউড়ে উঠতে হয় কীর্তিকলাপ দেখে

ম্যাচের পর যখন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বিরাট কোহলি তার আগে রোহিত শর্মার সঙ্গে চোটের বিষয়ে কথাও বলেছিলেন তিনি ৷ বিরাট বলেন, ‘রোহিতের সঙ্গে আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি, এটা ওর সেই বাঁ কাঁধ যেটা বেশ কয়েকবার ভুগিয়েছে, তবে কোনও টিয়ার নেই, ফলে সিরিয়াস কিছু নয় , আশা করা যায় পরের ম্যাচে ও খেলবে ৷ ’

রবিবার বেঙ্গালুরুতে সিরিজ নির্ণায়ক তৃতীয় একদিনের ম্যাচ ৷ এদুিকে রোহিত যেরকম ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন তেমনিই ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন শিখর ধাওয়ান ৷

শিখর ধাওয়ান

যদিও চোট নিয়েই ৯৬ রানে দুরন্ত ইনিংস খেলেন গব্বর সিং৷ ৯.২ ওভারে মিচেল স্টার্কের বল সিধে পাঁজরে লেগেছিল ভারতীয় ওপেনারের ৷ চোট পাওয়ার পর যন্ত্রণায় মাঠেই শুয়ে পড়েন তিনি ৷ তবে এরপর যেভাবে তিনি ব্যাট করেন তাঁর চোট বিশেষ ভয়ের নয় বলেই মনে করা হচ্ছে ৷

আরও দেখুন

First published: January 18, 2020, 10:54 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर