• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • পন্থের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন নিজে পরিষ্কার জানিয়ে দিলেন ঋদ্ধি

পন্থের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন নিজে পরিষ্কার জানিয়ে দিলেন ঋদ্ধি

Photo- file

Photo- file

তরুণ ক্রিকেটাররা ধীরে ধীরে নিজেদের ভুলগুলি শুধরে নেয় ধীরেধীরে -ঠিক যেভাবে মানুষ বীজগণিতের অঙ্ক শেখে৷

 • Share this:

  #নয়াদিল্লি: ঋষভ পন্থ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে ঋষভ পন্থের কুর্নিশ করছে ক্রিকেট দুনিয়া৷ ম্যাচের শেষ দিনে ভারত যেভাবে ম্যাচ জিতেছে তাতে টেস্ট সিরিজ ২-১ হয়েছে৷ তাঁর ব্যাটিং স্কিল নিয়ে ধন্য ধন্য চলছে৷ তবে উইকেটের পিছনে পারফরম্যান্স নিয়ে এখনও প্রশ্ন রয়েছে৷ আর তাঁর সতীর্থ ও প্রতিদ্বন্দ্বীর এই বিষয়টি নিয়ে প্রশ্নের উত্তরে সপাট নিজের মত জানালেন ঋদ্ধিমান সাহা(Wriddhiman Saha) ৷

  তরুণ ক্রিকেটাররা ধীরে ধীরে নিজেদের ভুলগুলি শুধরে নেয় ধীরেধীরে - ঠিক  যেভাবে মানুষ বীজগণিতের অঙ্ক শেখে৷ ভারতীয় দলে উইকেটরক্ষকের সেরা পছন্দ ঋদ্ধি৷ কিন্তু পন্থের ম্যাচ উইনিং পারফরম্যান্সের পর তাঁর দরজা জাতীয় দলের জন্য বন্ধ হয়ে গেল মানতে নারাজ পাপালি৷ তিনি জানিয়েছেন তিনি নিজের সেরাটা দিয়ে যাবেন৷ দলে নির্বাচন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত৷

  সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আপনারা পন্থকে জিজ্ঞাসা করতে পারেন আমাদের সম্পর্ক বন্ধুত্বে ভরা৷ আমরা প্রথম একাদশে জায়গা তৈরিতে সাহায্য করি৷ ব্যক্তিগত স্তরে আমাদের মধ্যে কোনও মনোমালিন্য নেই৷ আমি এটাকে কখনও এক নম্বর , দু নম্বর হিসেবে দেখিনা৷ যে ভালো খেলবে তার টিমে জায়গা হবে৷ আমি নিজের কাজ করতে থাকব৷ দলে নির্বাচন আমার হাতে নয়৷ এটা ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে৷ ’

  ব্রিসবেন টেস্টের পর পন্থের তুলনা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি -র সঙ্গে ৷ এই প্রশ্নে ঋদ্ধি বলেছেন, ‘ধোনি-ধোনিই থাকবেন , আর প্রতি মানুষের নিজের পরিচিতি থাকে৷ ’

  সাহা অ্যাডিলেড টেস্টে খেলেছিলেন৷ দিনরাতের সেই টেস্টে তিনি ৯ ও ৪ রান করেছেন৷ এই অবস্থায় ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হয়ে যায়৷ তারপর তাঁর আর বাকি তিনটি টেস্টে দলে জায়গা হয়নি৷

  তিনি আরও জানিয়েছেন একজন প্লেয়ারের জীবনে ভালো মন্দ দুটি ফর্মই থাকে৷ তিনি জানিয়েছেন আমি নিজের টেকনিক শুধরানোর দিকে নজর দিয়েছি৷ তিনি আরও জানিয়েছেন কখনই দলে সুযোগ পাবেন বলে কোনও কিছু করেন না৷ শুধুমাত্র ভালো খেলার জন্যই তাঁর সব চেষ্টা৷

  Published by:Debalina Datta
  First published: