#নয়াদিল্লি: অস্ট্রেলিয়া -র বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ভয়ানক হারের মুখে৷ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার জয়ের জন্য টার্গেট ছিল ৯০৷ তা মাত্র ২ উইকেট খুইয়েই লক্ষ্যে পৌঁছে যায়৷ তৃতীয় দিনের খেলা শুরুর আগে টিম ইন্ডিয়া বেশ ভালো জায়গায় ছিল৷ প্রথম ইনিংসে ভারতীয় বোলিংয়ের সামনে বিশেষ খাপ খুলতে পারেনি অস্ট্রেলিয়া৷
সেখান থেকে তিন নম্বর দিনে একেবারে অজি বোলারদের আগুনে ছোবলে মাত্র ৩৬ রানে ৯ উইকেট হারায় টিম ইন্ডিয়া৷ যখন একের পর এক ক্রিকেটার প্যাভিলিয়নে ফিরছিলেন তখন ইন্টারনেটে প্রবল ট্রোলিংশুরু হয়ে যায়৷ বড় সংখ্যায় ফ্যানরা রবি শাস্ত্রীকে অপসারণের দাবি জানাতে শুরু করেন৷
The only way not to suffer this embarrassment again is to remove this good for nothing coach with someone who is counted as one of the legends of the game...Give this shastri a bottle of wine and just throw him away 🤦🏽♂️#INDvsAUSTest #RaviShastri pic.twitter.com/kCjsq2MJUf
— Kartikey Srivastava (@srivastava234) December 19, 2020
Ravi Shastri - who is going next to bat? Le Kohli, pujara, rahane & w.saha be like#AUSvsIND pic.twitter.com/k5wq7BfQXu
— Aryash Rane (@RaneAryash11) December 19, 2020
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটা ভারতের সবচেয়ে কম রান৷ এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে টিম ইন্ডিয়া মাত্র ৪২ রান করেছিল৷ সেই ঘটনাকে "Summer of 42" বলা হয়৷
ভারতীয় ক্রিকেটাররা
পৃথ্বী শ -৪ রান
ময়ঙ্ক আগরওয়াল - ৯ রান
জসপ্রীত বুমরাহ - ২ রান
চেতেশ্বর পূজারা- ০ রান
বিরাট কোহলি- ৪ রান
অজিঙ্ক রাহানে- ০ রান
হনুমা বিহারী- ৮ রান
ঋদ্ধিমান সাহা - ৪ রান
রবিচন্দ্র অশ্বিন- ০ রান
উমেশ যাদব - ৪ রান
মহম্মদ শামি - ১ রান (আহত ও অবসৃত)
রবি শাস্ত্রী এই ম্যাচে লজ্জার হারের পর বলেছেন , এবার অস্ট্রেলিয়াকে হারানো সহজ হবে না৷ আমাদের ফের শূন্য থেকে শুরু করতে হবে৷
রবি শাস্ত্রীকে সরিয়ে অনিল কুম্বলে কিম্বা রাহুল দ্রাবিড়কে কোচ করার পরামর্শ দিয়েছেন নেটিজেনরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।