Home /News /sports /
#IndvsNZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা, টেস্ট দলে ফিরলেন পৃথ্বী শ

#IndvsNZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা, টেস্ট দলে ফিরলেন পৃথ্বী শ

Photo -PTI

Photo -PTI

ফের সুযোগ পৃথ্বীর সামনে, দলে রয়েছেন চোটের আওতায় থাকা ইশান্তও

 • Share this:

  #মু্ম্বই : ভারতীয় জাতীয় নির্বাচকরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু'টি টেস্টের জন্য দল ঘোষণা করলেন  ৷দলে ফিরলেন পৃথ্বী শ ৷ পাশাপাশি নাম রয়েছে ইশান্ত শর্মারও ৷ তবে তাঁর দলে থাকাটা নির্ভর করছে চূড়ান্ত ফিটনেসের ওপর ৷ দিল্লির হয়ে রনজি ম্যাচ খেলার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন ভারতীয় স্পিডস্টার ৷

  কাফ মাসলে চোটের কারণে সোমবার একদিন ও টেস্ট দলের থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মা ৷ একদিনের দলে রোহিতের জায়গায় এসেছেন ময়াঙ্ক আগরওয়াল ৷

  আরও পড়ুন - নক্কারজনক: বিয়ে নিয়ে সমস্যা, তান্ত্রিক কালাজাদুতে সমাধান করতে গিয়ে দেখতে চাইল যৌনাঙ্গ!

  বিসিসিআই নিজেদের বিবৃতিতে জানিয়েছে, ‘ পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ খেলার সময় রোহিত শর্মা নিজের কাফ মাসলে চোট পান ৷ হ্যামলিটনে সোমবার  তাঁর এমআরআই করা হয়েছে ৷ সামনের একদিনের ও টেস্ট সিরিজ থেকে তিনি ছিটকে গিয়েছেন ৷ নিজের চোটের জন্য এনসিএ-তে যাচ্ছেন রোহিত শর্মা ৷ ’

  এর পাশাপাশি সেই বিবৃতিতে জানানো হয়েছিল, ‘ সিনিয়র জাতীয় নির্বাচন কমিটি রোহিতের বদলি হিসেবে ময়াঙ্ক আগরওয়ালকে বেছে নিয়েছে ৷ ’

  এদিকে নভদীপ সাইনি এলেন শুভমান গিলের সঙ্গে নিউজিল্যান্ড এ-র বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে খেলায় ৷

  একনজরে দেখে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ৷

  বিরাট কোহলি (অধিনায়ক ), ময়াঙ্ক আগরওয়াল , পৃথ্বী শ, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ -অধিনায়ক) , হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋষভ পন্থ ( উইকেটরক্ষক ) , আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি, ইশান্ত শর্মা  (চোট পুরোপুরি সারলে)

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Cricket, India vs New Zealand, Prithvi Shaw, ভারত বনাম নিউজিল্যান্ড

  পরবর্তী খবর