Home /News /sports /
"টেস্ট ক্রিকেটে আল্টিমেট ক্রিকেট, টেস্ট রান পেলে তবেই সবাই মনে রাখে " কাকে খোঁচা দিলেন দাদা

"টেস্ট ক্রিকেটে আল্টিমেট ক্রিকেট, টেস্ট রান পেলে তবেই সবাই মনে রাখে " কাকে খোঁচা দিলেন দাদা

Sourav Ganguly and Virat Kohli- Photo- File

Sourav Ganguly and Virat Kohli- Photo- File

সৌরভের মন্তব্যের পরই প্রশ্ন উঠছে টেস্ট ক্রিকেটকে কি সেভাবে বিরাট কোহলিরা গুরুত্ব দিচ্ছেন না?

  • Share this:

#কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিরাটদের পরাজয়ের সমালোচনা চলছেই। দল নির্বাচন থেকে অধিনায়কত্ব। বিদেশের মাঠে ব্যাটিং বিপর্যয় থেকে বোলারদের পারফরম্যান্স। রবি শাস্ত্রী দলের সবকিছুই এখন সমালোচনার মুখে। ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও সমালোচনা করতে ছাড়েননি। তবে সব ছাপিয়ে প্রত্যেকেই মেনে নিচ্ছেন ব্যাটিং বিপর্যয়ের জন্য ফাইনালে পরাজয়।

এসবের মধ্যেই প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য।  সম্প্রতি ম্যাচ সম্প্রচারকারী সংস্থায় সাক্ষাৎ দিতে গিয়ে সৌরভ বলেন, "আমাদের ছোটবেলায় টেস্ট ক্রিকেট ছিল আল্টিমেট ক্রিকেট। এখনো টেস্টই সেরা ফরম্যাট। সারা জীবন সেইসব ক্রিকেটারকেই সবাই মনে রাখে যারা টেস্ট ক্রিকেটে রান করেন। গত চল্লিশ, পঞ্চাশ বছরের সেরা ক্রিকেটারদের পারফরম্যান্স দেখলে দেখা যাবে প্রত্যেকেই টেস্টে সফল। ক্রিকেট মাঠে যদি কোন ক্রিকেটারকে নিজের ছাপ রেখে যেতে হয়, তাহলে তাদের আসল মঞ্চ টেস্ট।"

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুই ইনিংসে আড়াইশো রানের গণ্ডিই পেরোতে পারেননি ভারত। দুই ইনিংসে ভারতের কোনও ব্যাটসম্যান হাফ সেঞ্চুরিও করতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজেও একই হাল হয়েছিল ভারতীয় ব্যাটিং লাইনআপের। ফাইনালে হারের পর সচিনও ব্যাটিংয়ে সমালোচনা করেন। তিনি বলেন, "আগেই বলেছিলাম শেষ দিনের প্রথম ১০ ওভারে ম্যাচের নির্ধারক। ভারত ঠিক সেইসময় প্রথম ১০বলের মধ্যেই বিরাট এবং চেতেশ্বর পূজারার উইকেট হারিয়ে সম্পূর্ণ চাপে পড়ে যায়। বাকিরা সেই চাপ থেকে আর বের হতেই পারেনি।"

পেস সহায়ক পরিবেশ ও পিচে বিশ্বমানের সুইংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটিং লাইনআপ। কিভাবে খেলা উচিত তাই বুঝতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। সৌরভের মন্তব্যের পরই প্রশ্ন উঠছে টেস্ট ক্রিকেটকে কি সেভাবে বিরাট কোহলিরা গুরুত্ব দিচ্ছেন না? পাশাপাশি কোনও প্রস্তুতি ম্যাচ ছাড়া বিদেশের মাঠে এইভাবে ফাইনাল খেলতে নামার মত ঘটনাকে সমালোচনা করছেন ক্রিকেটবোদ্ধারা। এইসব সমালোচনার মধ্যেই আপাতত দিন কুড়ি ছুটির মেজাজে ভারতীয় দল। আপাতত জৈব সুরক্ষার বলয়ের বাইরে আছেন ক্রিকেটাররা। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের নামবে বিরাট বাহিনী। তবে বলাবহুল্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো ফল না করতে পারলে সমালোচনার মাত্রা আরও কয়েকগুণ বেড়ে যাবে। সে ক্ষেত্রে টেস্ট দলে রদবদলের সম্ভাবনা থাকছেই।

ERON ROY BURMAN

Published by:Debalina Datta
First published:

Tags: Sourav Ganguly, Wtc final

পরবর্তী খবর