হোম /খবর /খেলা /
রামিজ রাজা-র বড় ধামাকা, এক ধাক্কায় ২৫০ গুণ অবধি বাড়ল পাক ক্রিকেটারদের বেতন

PCB প্রধান Ramiz Raja-র বড় ধামাকা, এক ধাক্কায় ২৫০ গুণ অবধি বাড়ল Pak Cricketer-দের বেতন

pcb chairman ramiz raja increased pakistan's domestic players salary upto 250 percent- Photo-AP

pcb chairman ramiz raja increased pakistan's domestic players salary upto 250 percent- Photo-AP

রাতারাতি মালামাল হয়ে পাকিস্তানি ক্রিকেটাররা( Pak Cricketers), বড় ঘোষণা কপাল বদলালো..

  • Last Updated :
  • Share this:

#ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা (Ramiz Raja)পাকিস্তান ক্রিকেট বোর্ডের  (PCB) প্রধান বড় ধামাকা করতে চলেছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের জন্য৷ পাকিস্তান ঘরোয়া ক্রিকেটারদের বেতন একধাক্কায় ১০০,০০০ টাকা হতে চলেছে৷ এই নির্দেশ দিয়েছেন রামিজ রাজা৷ পিসিবি ১৯২ জন ঘরোয়া ক্রিকেটারের জন্য এই নির্দেশিকা জারি করেছে৷

স্যালারি বৃদ্ধি (Salary Increase)থেকে এখন ফার্স্ট ক্লাস ও গ্রেড প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের বেতন ১৪০,০০০ থেকে ২৫০,০০০ লক্ষ টাকা রোজগার করতে পারবেন৷ পিসিবি জানিয়েছে তাঁদের বোর্ড প্রেসিডেন্ট সমস্ত বিভাগের ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করার আদেশ দিয়েছেন৷ গ্রুপ ডি -র ক্রিকেটারদের বেতন প্রতি মাসে ২৫০ শতাংশ অবধি বাড়বে৷

রামিজ রাজা  সোমবার ভারতের (Ind vs Pak) সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়েও পরিষ্কার কথা বলেছেন৷ তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক বহাল করা অসম্ভব৷ তিনি তাড়াহুড়ো করার পক্ষপাতিও নন৷ রামিজ জানিয়েছেন, ‘‘এখনই এটা অসম্ভব, কারণ রাজনীতি থেকে খেলা খারাপ প্রভা পড়ে৷ আমাদের এই ক্ষেত্রে তাড়াহুড়ো করার জায়গায় নেই৷ কারণ আমরা ঘরোয়া ক্রিকেট ও স্থানীয় ক্রিকেটে মন দিচ্ছি৷’’

আরও পড়ুন - IPL 2021: KKR- নিয়ে বিস্ফোরক অভিযোগ KuldeepYadav-র, কেউ কারোর সঙ্গে কথা বলে না,বিদেশি অধিনায়কে অনেক অসুবিধা

টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ দুবাইতে হবে ২৪ অক্টোবর৷ রামিজ রাজা জানিয়েছেন , ‘‘আমি যখন পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি তখন বলেছি এবার সমীকরণ বদলাতে হবে৷ এই ম্যাচের জন্য প্লেয়াররা একশ শতাংশ তৈরি থাকতে হবে এবং তাঁদের ভালো পারফর্ম করতে হবে৷’’

পিসিবি প্রধান জানিয়েছেন তিনি চান জাতীয় দলের ক্রিকেটাররা চিন্তামুক্ত হয়ে ক্রিকেট খেলুন৷ তিনি জানিয়েছেন, ‘‘আমাদের সমস্যার মুখোমুখি হওয়া ম্যাচ হারার জন্যেও প্রস্তুত থাকতে হবে৷ দলে জায়গা পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না,নির্ভীক হয়ে ক্রিকেট খেলতে হবে৷ ’’ রামিজ রাজা পাকিস্তানের কোচ হওয়ার আগে তিনি পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিসবা উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিস ইস্তফা দিয়ে দেন৷ বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে আব্দুল রজ্জাক ও শাকলেন মুস্তাক দায়িত্ব সামলাচ্ছেন৷  টি টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব সামলাবেন ফিলেন্ডার ও ম্যাথু হেডেন৷

Published by:Debalina Datta
First published:

Tags: ICC T20 World Cup, ICC T20 World Cup 2021, PCB, T20 World Cup