হোম /খবর /খেলা /
করোনা পজিটিভদের ফেলে রেখেই ইংল্যান্ড পাড়ি, নিজের দেশের নাম ভুল লিখল PCB

করোনা পজিটিভদের ফেলে রেখেই ইংল্যান্ড পাড়ি, নিজের দেশের নাম ভুল লিখে ব্যাপক ট্রোলড পাকিস্তান ক্রিকেট বোর্ড

(Pakistan Cricket Team Facebook Photo)

(Pakistan Cricket Team Facebook Photo)

দেশের নামের বানান ভুল লিখল পাক ক্রিকেট বোর্ড

  • Last Updated :
  • Share this:

#করাচি: পাকিস্তান ক্রিকেট দল ব্রিটেনের জন্য পাড়ি জমালো ৷ সেখানে ৩ টি টেস্ট ও ৩ টি টিয়োন্টি খেলা হবে ৷  কোচ মিসবা উল হকের নেতৃত্বে ২০ জনের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের দল পাড়ি জমাল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে৷

তবে যে দশজন করোনা পজিটিভ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ রয়েছেন তাঁরা কেউই ইংল্যান্ডে পাড়ি জমাননি ৷ যাঁরা ইংল্যান্ডে পাড়ি জমান তাঁরা সকলেই সতর্কতা মেনে গিয়েছিলেন ৷ এয়ারপোর্টে ক্রিকেটাররা সোশ্যাল ডিস্টেন্সিং মানছিলেন ৷ এমনকি ব্রিটেনে পৌঁছে তাঁরা ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে গোটা পাকিস্তান দল ৷১৩ জুলাই ডার্বিশায়ারের ইনকোরা কাউন্টি মাঠে অনুশীলন করবে পাক দল ৷ ৩১ জুলাই থেকে শুরু হবে সিরিজ ৷

এদিকে এদিন পিসিবি নিজেদের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে দলের ব্রিটেনে পাড়ি জমানোর খবরে নিজেদের দেশের নাম ভুল লেখে - Pakistan-র বদলে নাম লেখা হয় 'Pakiatan'৷ এদিকে সোশ্যাল হ্যান্ডেলে এই ঘটনার পরেই পিসিবিকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে ৷

পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য নিজেদের ভুল দ্রুত শুধরে নিলেও ট্রোলিংয়ের হাত থেকে বাঁচতে পারেনি ৷

এদিকে ১০ জনের মধ্যে ৬ জন ক্রিকেটার দ্বিতীয়বারে নেগেটিভ হয়েছে জানিয়েছে পিসিবি৷ এরমধ্যে রয়েছেন ওয়াহাব রিয়াজ, মহম্মদ হাফিজ, মহম্মদ রিজওয়ান, ফকর জামান, মহম্মদ হাসনাইন, শাহদাব খান ৷ এদিকে ইংল্যান্ডে যে তিনটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলবে তার পুরোটাই হবে ক্লোজড ডোর ৷

এদিকে করোনা পরবর্তী পর্বে ইংল্যান্ড ক্রিকেট ফের আন্তর্জাতিক মঞ্চে ফিরছে ৮ দুলাই ৷ তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে অ্যাজেস বোলে ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Corona Virus, Coronavirus, Pakistan Cricket Team, PCB