#করাচি: পাকিস্তান ক্রিকেট দল ব্রিটেনের জন্য পাড়ি জমালো ৷ সেখানে ৩ টি টেস্ট ও ৩ টি টিয়োন্টি খেলা হবে ৷ কোচ মিসবা উল হকের নেতৃত্বে ২০ জনের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের দল পাড়ি জমাল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে৷
তবে যে দশজন করোনা পজিটিভ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ রয়েছেন তাঁরা কেউই ইংল্যান্ডে পাড়ি জমাননি ৷ যাঁরা ইংল্যান্ডে পাড়ি জমান তাঁরা সকলেই সতর্কতা মেনে গিয়েছিলেন ৷ এয়ারপোর্টে ক্রিকেটাররা সোশ্যাল ডিস্টেন্সিং মানছিলেন ৷ এমনকি ব্রিটেনে পৌঁছে তাঁরা ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে গোটা পাকিস্তান দল ৷১৩ জুলাই ডার্বিশায়ারের ইনকোরা কাউন্টি মাঠে অনুশীলন করবে পাক দল ৷ ৩১ জুলাই থেকে শুরু হবে সিরিজ ৷
এদিকে এদিন পিসিবি নিজেদের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে দলের ব্রিটেনে পাড়ি জমানোর খবরে নিজেদের দেশের নাম ভুল লেখে - Pakistan-র বদলে নাম লেখা হয় 'Pakiatan'৷ এদিকে সোশ্যাল হ্যান্ডেলে এই ঘটনার পরেই পিসিবিকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে ৷
পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য নিজেদের ভুল দ্রুত শুধরে নিলেও ট্রোলিংয়ের হাত থেকে বাঁচতে পারেনি ৷
এদিকে ১০ জনের মধ্যে ৬ জন ক্রিকেটার দ্বিতীয়বারে নেগেটিভ হয়েছে জানিয়েছে পিসিবি৷ এরমধ্যে রয়েছেন ওয়াহাব রিয়াজ, মহম্মদ হাফিজ, মহম্মদ রিজওয়ান, ফকর জামান, মহম্মদ হাসনাইন, শাহদাব খান ৷ এদিকে ইংল্যান্ডে যে তিনটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলবে তার পুরোটাই হবে ক্লোজড ডোর ৷
এদিকে করোনা পরবর্তী পর্বে ইংল্যান্ড ক্রিকেট ফের আন্তর্জাতিক মঞ্চে ফিরছে ৮ দুলাই ৷ তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে অ্যাজেস বোলে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, Pakistan Cricket Team, PCB