হোম /খবর /খেলা /
‘হাফসেঞ্চুরি করতে দিলি না’-ব্যাট দিয়ে ফিল্ডারকে ঠ্যাঙালেন ক্রিকেটার, তারপর

‘‘আমায় হাফসেঞ্চুরি করতে দিলি না’’- ব্যাট দিয়ে ফিল্ডারকে বেধড়ক ঠ্যাঙালেন ক্রিকেটার, তারপর...

Cricketer beats cricketer with bat- Photo -Representative

Cricketer beats cricketer with bat- Photo -Representative

এরকম কাণ্ডও হওয়া সম্ভব, জেন্টলসম্যান গেমে নাকি এই হাল!

  • Last Updated :
  • Share this:

#গোয়ালিয়র: ক্রিকেট মাঠে ক্রিকেটাররা মাঝেমধ্যেই ঝগড়ায় জড়িয়ে যান৷ আন্তর্জাতিক ক্রিকেট হোক বা স্লেজিং হতেই থাকে৷ শতরান -অর্ধশতরানক্রিকেটে বড় মাইলস্টোন হিসেবে দেখা হয়৷ এই মাইলস্টোনগুলি পেরোলে ক্রিকেটাররা মাঠে নিজের মতো করে সেলিব্রেট করেন, অনেক সময় আবার নিজের মনেই অনেক কথা বলেন৷ কিন্তু মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ক্রিকেট মাঠে যে ঘটনা ঘটল তা ক্রিকেটের লজ্জা, ক্রিকেটারদের লজ্জা৷ এক ক্রিকেটারে অর্ধশতরান করার এক রান আগে আউট হয়ে যাওয়ায় ফিল্ডারকে ব্যাট দিয়ে বেধড়ক পেটাতে থাকে৷ এমন মার বিপক্ষ দলের ক্রিকেটারকে ওই ক্রিকেটারকে মেরেছে যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখনও তার জ্ঞান ফেরেনি৷

গোয়ালিয়ারে একটি ক্রিকেট টুর্নামেন্টে ৪৯ রানে ক্যাচ আউট হয়ে যায় অভিযুক্ত ক্রিকেটার৷ এরপরেই সে ব্যাট হাতে মাঠে থাকা ওই ফিল্ডারের ওপর চড়াও হয়৷ এত মার মারে যে ওই ফিল্ডার বীভৎসভাবে চোট পেয়ে যায়৷ পুলিশের পক্ষ থেকে রামনরেশ পচৌরি এই খবর জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন গোলা-র কাছে মন্দির পুলিশ থানা এলাকার মাঠে ক্রিকেট ম্যাচের দরুণ এই ঘটনা ঘটে৷

তিনি আরও বলেছেন সচিন পরাশর নামের ২৩ বছরের ওই ফিল্ডারের শারীরিক অবস্থা খুবই খারাপ৷ তাঁকে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে৷ যে ক্রিকেটার তাঁকে পিটিয়েছে সেই সঞ্জয় পালিয়া-র বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা দায়ের করা হয়েছে৷

পচৌরি আরও বলেছেন, ‘‘পরাশর ়খন ৪৯ রানে ছিল তখন তার ক্যাচ ধরে ফেলা হয়৷ পালিয়া তখন ভীষণ রেগে যায় কারণ সে ৫০ রান থেকে এক রান দূরে ছিল৷ পালিয়া দৌড়ে গিয়ে পরাশরের কাছে যায়৷ তারপর ব্যাট দিয়ে মাথায় মারতে শুরু করে৷ অন্য ক্রিকেটাররা তাকে আটকাতেও চেষ্টা করে৷ পরাশর হাসপাতালে ভর্তি হয়েছে তার এখনও জ্ঞান ফেরেনি৷ ’’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ২৩ বছরের অভিযুক্ত ঘটনাটি ঘটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়৷ পুলিশ তাঁর তল্লাশি চালু রেখেছে৷

Published by:Debalina Datta
First published:

Tags: Cricket, Cricketer