হোম /খবর /খেলা /
বিগ বস ওটিটি: এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে বিস্ফোরক প্রতীক, উত্তরে যা বললেন পবিত্র

Bigg Boss OTT: এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে বিস্ফোরক প্রতীক, উত্তরে যা বললেন পবিত্র পুনিয়া

actress pavitra punia reacts on ex boyfriend pratik sehajpal comment- Photo- File

actress pavitra punia reacts on ex boyfriend pratik sehajpal comment- Photo- File

নিজের প্রাক্তন প্রেমিকাকে নিয়ে যা যা বললেন, অবাক হতে হয়...

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: এবারের রিয়েলেটি শ্যো বিগ বস ওটিটি (Bigg Boss OTT) -প্রথম দিন থেকে ধামাল শুরু হয়ে গেল৷ শো -তে অংশ নেওয়া প্রতিযোগীরা প্রথম দিন থেকে একে অপরের বিরুদ্ধে কোমর বেঁধে লড়াইতে নেমে পড়েছেন৷ বিগবসের ঘরের ভিতরে পৌঁছেছেন প্রতীক সহজপাল  (Pratik Sehajpal)৷  তিনি সেখানে গিয়েই নিজের প্রাক্তন গার্লফ্রেন্ড পবিত্র পুনিয়া (Pavitra Punia) সম্পর্কে বড় বিবৃতি দিয়েছেন৷ তিনি নিজের প্রাক্তন প্রেমিকাকে ‘সাইকোটিক’, ‘পজেসিভ’, ‘আক্রমণাত্মক’ বলেছেন৷ এদিকে এই কথা শুনে চুপ করে থাকার মেয়ে নন তিনিও পাল্টা দিয়েছেন৷

নিজের প্রাক্তন সম্পর্কের বিষয়ে প্রতীক সহজপালের  (Pratik Sehajpal) ওপর মন্তব্য করতে গিয়ে পবিত্র পুনিয়া একটি প্রথম শ্রেণীর দৈনিকে বলেছেন, ‘‘আমি এই বিষয়ে কোনও টিপ্পনি করতে চাই না৷ ঈশ্বর ওঁকে আশীর্বাদ করুন, আমি এখনও অবধি বিগ বসের ওটিটি-র প্রিমিয়ার দেখিনি৷ যদি সময় পাওয়া যায় তাহলে বিগ বস টিভিতে হলে তখন দেখব৷ আমার ভাই ওই শো-র বড় ফ্যান৷ ও এটা দেখে৷ আমার আনন্দ যে আমি গত মরশুমে এতে অংশ নিয়েছিলাম৷ ’

শো তে যাওয়ার আগে প্রতীক সহজপাল  (Pratik Sehajpal)  সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন , ‘‘আমাদের সম্পর্কে লুকানোর মতো কোনও কিছু নেই৷ আমাদের প্রেম ছিল৷ ব্রেকআপের পর আমরা এগিয়ে গিয়েছি৷ আমরা দুজনেই নিজের নিজের জীবনে খুশি৷ প্রতীক বলেছেন আমরা যদি নিজেদের ঘরের মধ্যে কেউ আমাদের নিয়ে কোনও কথা বলে তাহলে তাতে কোনও দোষ নেই৷ আমার মনে হয় না পবিত্রা-র ও এতে কোনও অসুবিধা হবে৷ আমরা দুজনেই এই অবধি পৌঁছনোর জন্য প্রচুর পরিশ্রম করেছি৷ ’’

এবার এই শো সুপারস্টার সলমান খান ছাড়াও করণ জোহরও  (Karan Johar)  সঞ্চালনা করবেন৷ বিগ বস ওটিটি (Bigg Boss OTT) -র সেট থেকে ইতিমধ্যেই একাধিক ভিডিও সামনে এসেছে৷ প্রতীক সহজপাল (Pratik Sehajpal) বিগ বস ওটিটি সেটে -র একটি ভিডিও সামনে এসেছে৷ সেখানে তিনি প্যান্টের ওপর গাউন পরে রয়েছেন৷ নিজেকে নিয়ে তিনি বলছেন,‘‘না ম্যায় তুফান হুঁ, না ম্যায় আঁধি হুঁ, ম্যায় হুঁ প্রলয়, হুঁ পুরি বর্বাদি৷ ’’ - অর্থাৎ আমি তুফান নই, আঁধি নই, আমি পুরো প্রলয়, পুরো বরবাদি৷

Published by:Debalina Datta
First published:

Tags: Bigg Boss OTT, Bollywood, Gossip