Home /News /sports /
#NZvsIND: কড়া জিম সেশনের পর জমিয়ে ব্রেকফাস্ট, ছবি পোস্ট করলেন কোহলি

#NZvsIND: কড়া জিম সেশনের পর জমিয়ে ব্রেকফাস্ট, ছবি পোস্ট করলেন কোহলি

Photo Courtesy- Virat Kohli/ Twitter

Photo Courtesy- Virat Kohli/ Twitter

গা ঘামাও আর জমিয়ে খাও...

  • Last Updated :
  • Share this:

#অকল্যান্ড:নিউজিল্যান্ডে ভারতের কঠিন সফর৷ টি টোয়েন্টি থেকে টেস্ট এই সফরে কমপ্লিট ক্রিকেটীয় স্কিলের টেস্ট হতে চলেছে ভারতীয় দলের ৷ ভারতের মাটিতে পরপর সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া এবার বিদেশের মাটিতে ট্যালেন্টের পরীক্ষা দেবে দল ৷ ভারতীয় দলের অধিনায়ক ফিটনেস ফ্রিক, তিনি যেমন জিমের ওপর জোর দেন তেমনিই স্বাস্থ্যকর খাদ্যাভাসের ওপর ৷

অকল্যান্ডে পৌঁছেই ক্যাপ্টেন কোহলি টিমের সঙ্গে ব্রেকফাস্টের ছবি পোস্ট করলেন ৷ মণীশ পান্ডে, কেএল রাহুল , রবীন্দ্র জাডেজার সঙ্গে ছবি পোস্ট করে তিনি ট্যাগলাইন দিয়েছেন- Top team gym session and a good meal out in beautiful Auckland ৷

মঙ্গলবার ভারতীয় দল অকল্যান্ডে পৌঁছয় ৷ পৌঁছে যাওয়ার ছবিও বিরাট কোহলি পোস্ট করেছেন ৷ লিখেছেন Touchdown Auckland. Let's go- অকল্যান্ডের মাটি ছুঁলাম, এবার চল ৷ এই ছবিতে অধিনায়কের সঙ্গে রয়েছেন শ্রেয়স আইয়ার ও শার্দুল ঠাকুর ৷কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সফলতম ব্যাটসম্যান ৷ তিনি মোট ১৮৩ রান করেছিলেন ,যার মধ্যে দু'টি অর্ধশতরান ৷ শেষ দুটি একদিনের ম্যাচে জিততে তাঁর ইনিংস কার্যকরী ভূমিকা নিয়েছিল ৷ তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন ৷

ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি টোয়েন্টি, তিনটি একদিনের ম্যাচ, আর দু'টি টেস্ট খেলবে ৷ যেটা ৪ মার্চ শেষ হবে ৷ কাঁধের চোটের জন্য টি টোয়েন্টি সিরিজের দল থেকে নাম বাদ গেছে শিখর ধাওয়ানের ৷

ধাওয়ানের পরিবর্ত হিসেবে সঞ্জু স্যামসন টি টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ৷ একদিনের দলে ধাওয়ানের জায়গায় পৃথ্বী শ দলে এসেছেন ৷

আরও দেখুন
Published by:Debalina Datta
First published:

Tags: Cricket, Ind vs NZ, Virat Kohli, ক্রিকেট, বিরাট কোহলি, ভারত বনাম নিউজিল্যান্ড