#মুম্বই: প্রজ্ঞান ওঝা - মহেন্দ্র সিং টিম ইন্ডিয়ার একেবারে স্পেশাল অস্ত্র৷ অধিনায়কের ফেভারিট বোলারের তালিকায় জায়গা করে নেওয়া ওঝা উপমহাদেশের মাটিতে জাস্ট বিষাক্ত ছিলেন৷ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তাঁর জুটি দেশকে একাধিক সাফল্য এনে দিয়েছে৷ ২৪ টি টেস্টে ওঝার ঝোলায় ছিল ১১৩ টি উইকেট৷
অধিনায়ক হিসেবে দুনিয়া মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন কুল নামেই চেনে৷ কারণ মাঠে উপস্থিত থাকাকালীন সতীর্থদের ওপর ক্যাপ্টেন সুলভ হম্বিতম্বি করতে তাঁকে বড় একটা দেখা যেত না৷ কিন্তু কীভাবে তিনি বোলারদের মোটিভেট করতেন আর কীভাবে তাঁদের বিশ্বাসের ওপর আস্থা দেখাতেন তা জানিয়েছেন ওঝা৷
এনসিএ অনুর্ধ্ব ১৯ ক্যাম্পে একসঙ্গে ছিলেন ধোনি ও ওঝা৷ জিম্বাবোয়ে ও কেনিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া দলের সদস্য হিসেবে প্রথমবার সুযোগ পেয়েছিলেন৷ এইখানেই ধোনির সঙ্গে আলাপ ওঝার৷ ওঝা জানিয়েছেন তাঁরা একটি অনুশীলন ম্যাচ খেলেছিলেন অনুর্ধ্ব ১৯ বনাম ইন্ডিয়া এ৷ মাথায় লম্বা চুল কিন্তু একেবারেই স্বল্পবাক ছিলেন মাহি৷ সেখানে মনোজ তিওয়ারিও ছিলেন৷ কিন্তু দেখা হলেও কথা খুবই কম হয়েছিল৷
তাঁদের দ্বিতীয়বার দেখা হয়েছিল ডেকান চার্জার্স বনাম সিএসকে ম্যাচে৷ চেন্নাইয়ে ২০০৮ সালে৷ ওঝা জানিয়েছেন তিনি ধোনিকে আউট করেছিলেন৷ তবে এটাই গল্প নয়৷ ম্যাচের শেষে হয়েছিল জমাটি আড্ডা৷ যেখানে আলোচনা হয়েছিল শুধু বাইক নিয়ে, ছিল না এক কুঁচিও ক্রিকেটের আলোচনা৷ আর সব শেষে ধোনি, রোহিত আর ওঝা বেরিয়েছিলেন বাইক রাইডে!
ওঝা, মহেন্দ্র সিং ধোনিকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন৷ সেরা অধিনায়কের অধিনায়কত্বে খেলেছেন তিনি বলে মন্তব্য প্রজ্ঞান ওঝার৷ তাঁর মতে ক্রিকেট মূলত ব্যাটসম্যানদের জন্য খেলা৷ তাই অধিনায়ক যদি ‘বোলারস ক্যাপ্টেন’ না হন তাহলে পরিস্থিতি চাপের হয়ে যায়৷ ঘণ্টার পর ঘণ্টা ধরে মাথা খাওয়ার লোক ছিলেন না ধোনি৷ ম্যাচের আগে পরিস্থিতি বুঝিয়ে দিতেন৷ ভারতের প্রাক্তন এই স্পিনারের মতে ধোনি উইকেটের পিছনে দাঁড়িয়ে বিপক্ষের ব্যাটসম্যানের এন্ড থেকে সব বিচার করতেন আর তাই তিনি একেবারে ঠিক করে গেম জাজ করতে পারতেন৷ তাঁর ছোট্ট ইনপুট চলতে থাকত আর তাতেই হত কামাল৷
নিজের পছন্দের অধিনায়কের বিদায়ের দিনে আবেগপ্রবণ ওঝা জানিয়েছেন , ভারতীয় ক্রিকেটে কিছু ব্যক্তি কখনই বিফল হন না, ধোনি তার মধ্যে অন্যতম৷
For Indian Cricket, some shoes will never be filled. One of them is Mahi bhai #MSDhoni #dhoniretires pic.twitter.com/SRcsA3E0jq
— Pragyan Ojha (@pragyanojha) August 15, 2020
ভীষণ ভদ্র , কম আগ্রাসনের পোশাক পরে থাকা ধোনি কিন্তু বিপক্ষকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতেও নারাজ ছিলেন না ৷ এর নিরিখেই একটি মজার ঘটনার উল্লেখ করেছিলেন ওঝা৷ খুব চাপের মুহূর্তে খেলা চলাকালীন ইয়ান বেলকে যখন বল করছেন তখন ধোনির দুষ্টু মন্তব্য ছিল, ‘ইসকি ঘন্টি বাজা দে৷’ তিনি বদলা নিতেন কিন্তু কাউকে অপমান না করে বদলা নিতেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mahendra Singh Dhoni, MS Dhoni