Home /News /sports /

এই বয়সেও ঘোড়ার সঙ্গে দৌড়চ্ছেন MS Dhoni, গর্বিত স্ত্রী শেয়ার করতেই Video Viral

এই বয়সেও ঘোড়ার সঙ্গে দৌড়চ্ছেন MS Dhoni, গর্বিত স্ত্রী শেয়ার করতেই Video Viral

MS Dhoni races with pet pony Sakshi shares video- Photo Courtesy- Instagram/ Video Grab

MS Dhoni races with pet pony Sakshi shares video- Photo Courtesy- Instagram/ Video Grab

MS Dhoni দৌড়চ্ছেন নিজের ঘোড়ার সঙ্গে দেখে নিন Viral Video৷

 • Share this:

  #নয়াদিল্লি : আইপিএল ’২০২১  (IPL 2021) স্থগিতে হয়ে যাওয়ার পর এই সময় মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নিজের বাঁচির বাড়িতে সময় কাটাচ্ছেন৷ সোশ্যাল মিডিয়ায় তিনি একেবারেই অ্যাক্টিভ নন৷ কিন্তু তাঁর স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni) সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ থাকেন৷ তিনি ফ্যানদের কাছে তাঁদের প্রিয় ধোনির বিভিন্ন ঝলক পৌঁছে দেন৷ এরকমই ফের মাহি পত্নী নিজের স্বামীর একটি ভিডিও শেয়ার করলেন৷ এই ভিডিওতে নিজের পোষ্য ঘোড়া -র সঙ্গে রেস করছেন৷

  আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ২০১৯ -র পর ধোনির বয়স ও ফিটনেস (MS Dhoni Fitness)   নিয়ে প্রচুর কথা হয়েছে, প্রচুর সমালোচনা হয়েছে৷ কেউ কেউ বলেন ধোনি এখন আগের মতো স্বতঃস্ফূর্ত নেই৷ কিন্তু নতুন এই ভিডিওতে তাঁকে দেখলে কে বলবে আগের মতো ফিটনেস নেই তাঁর৷

  সাক্ষী নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে ভীষণ সুন্দর এই ভিডিও পোস্ট করেছেন৷ এই ভিডিওতে ধোনি নিজের ফার্ম হাউসে নিজের পনির সঙ্গে দৌড়চ্ছেন ৷ সাক্ষী-র এই ভিডিও সুরেশ রায়না নিজের রিঅ্যাকশন দিয়েছেন৷ তিনি কমেন্ট করেছেন, তিনি দিয়েছেন ইমেজি৷ এই ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘‘স্ট্রঙ্গার -ফাস্টার’’

  আইপিএলের গত মরশুমে ধোনি ও চেন্নাই সুপার কিংসে-র পারফরম্যান্স নিয়ে প্রচুর আলোচনা হয়েছে৷ তা বেশ খারাপ ছিল৷ তাদের দল টিম প্লে অফে প্রথমবারের জন্য যেতে পারেনি৷ ২০২১ -র আইপিএলে আগের বারের চেয়ে অনেকটাই ভালো পারফর্ম করেছে৷ ধোনিও অধিনায়কত্ব  নিয়ে নিজের পুরনো ফর্মে ছিলেন৷

  রাঁচিতে ধোনি এখন নিজের ফার্ম হাউসে অর্গানিক ফার্মিং-র কাজ করছেন৷ সেখানেই তিনি পোষ্যের সঙ্গে সময় কাটাতেন৷ সাক্ষী ধোনি নিজের ফার্ম হাউসে দারুণ মজা করে সময় কাটাচ্ছেন৷ তিনি এক জোড়া স্কটল্যান্ডের শেটল্যান্ড জাতির ঘোড়া কিনেছেন৷

  ধোনির বাইক ও পোষ্যের শখ কারোর অজানা নয়৷ এই সবকিছু-র সঙ্গে তাঁর দারুণ ভালোবাসা৷ তার দুটি ঘোড়া ২ বছরের৷ এছাড়াও চেতক নামের তার একটি ১১ মাসের ঘোড়াও রয়েছে৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: MS Dhoni, Viral Video

  পরবর্তী খবর