#লন্ডন: ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami) এই সময়ে ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন৷ সেখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরে পাঁচটি টেস্টের সিরিজ খেলবে ভারতীয় দল৷ তবে মাঝখানে ২০ দিনের ছুটির পর ফের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া (India tour of England 2021) ৷ এদিকে শামি যখন বিলেতে তখন কলকাতায় আইরা শামি-র (aaira shami) জন্মদিন ছিল৷ ১৭ জুলাই ৬ বছরের হল শামি কন্যা৷ মেয়ের থেকে অনেক দূরে থাকায় সোশ্যাল মিডিয়ায় মিষ্টি মেসেজ দিলেন তিনি৷ তিনি আইরার একটা ছবি পোস্ট করেছেন ৷
ছবিতে আইরা কালো রঙের পোশাক পরেছে৷ শামি নিজের ট্যাগলাইনে লিখেছেন, ‘‘Happy birthday to my darling daughter! You are unbelievably precious to me, and I hope you realize that you are my everything. You are such a positive, charming, and absolutely adorable daughter. I am so proud that I get to call you my daughter because no other person could ever hope to compare to you. Happy birthday to my perfect little girl!’’ অর্থাৎ - ‘‘শুভ জন্মদিন আমার ডার্লিং কন্যা! তুমি আমার কাছে ভাবনার বাইরে দামি, আমি আশা করি তুমি বোঝ যে তুমি আমার কাছে সব৷ তুমি এত পজিটিভ, আকর্ষণীয়, এবং দারুণ আদুরে কন্যে৷ আমি গর্বিত যে আমি তোমাকে আমার মেয়ে বলতে পারি, তোমার মতো এভাবে কেউ কোনও দিন হবে না৷ আমার পারফেক্ট ছোট্ট মেয়ে হ্যাপি বার্থডে৷’’
শামির এই বার্তা থেকেই বোঝা যাচ্ছে তিনি মেয়ের থেকে দূরে থেকে কতটা কষ্টে থাকেন৷ তাঁকে মিস করেন তাঁর বাবা৷
View this post on Instagram
শামি ও হাসিনের মেয়েকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রচুর মানুষ৷ আসলে কয়েক বছর আগে হাসিন জাহান মহম্মদ শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছেন৷ তাঁর পরিবারের বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগও রয়েছে৷ তারপর থেকে শামি ও হাসিন আলাদা আলাদা থাকেন৷ মামলা চলছে কিন্তু এখনও তালাক হয়নি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hasin Jahan, Mohammed Shami