#মুম্বই: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন৷ কিন্তু আজও অবধি তাঁর ফ্যানের সংখ্যা কমার নাম নেই৷ মাহির একটি ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ সেখানে একজন বয়স্কা মহিলার সঙ্গে কথা বলছেন ধোনি৷ ভিডিওতে মহিলা জিজ্ঞাসা করছেন ধোনির কটি সন্তান? এতে ধোনি জানিয়েছেন তাঁর একটি মেয়ে রয়েছে৷ এরপর ওই ভদ্রমহিলা বলছেন এরপর ধোনির ছেলে হবে৷ তখন তাঁর নাম রোশন রেখো৷
মুম্বইতে ধোনি একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন৷ সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে এক বয়স্কা মহিলার সঙ্গে দেখা করতে আসেন৷ বৃদ্ধা হুইল চেয়ারে ছিলেন৷ ভিড়ে তাঁর সঙ্গে তাঁর ছেলেও ছিলেন৷ ধোনি শ্যুটিং করে বেরোনোর সময় ওই বয়স্কা মহিলার সঙ্গে দেখা করেন৷ বৃদ্ধা ধোনিকে আশীর্বাদ দেন৷
দেখে নিন সেই আবেগ মাখা ভাইরাল ভিডিও (Viral Video)
View this post on Instagram
বৃদ্ধা ধোনির সঙ্গে গল্পও করেন৷ তিনি জানান তাঁদের ৫ হাজার বর্গফুটের দোকান ও পাঁচ ছেলে রয়েছে৷ এখন তিনি তাঁর নাতির সঙ্গে সময় কাটান৷ ধোনি তখন বলেন এটাই সবচেয়ে ভালো সময় জীবনের৷ তিনি বলেন এই সময়টা নাতি-নাতনিদের সঙ্গেই কাটানো উচিত৷ এরপর বৃদ্ধা জিজ্ঞাসা করেন তাঁর কটি ছেলেপুলে রয়েছে? এরপর ধোনি বলেন তাঁর একটি মেয়ে রয়েছে৷ এরপর বৃদ্ধা বলেন এরপর যদি তাঁর ছেলে হয় তাহলে তার নাম রোশন দেবে৷
আইপিএলের ২০২১ -এ ফের ক্রিকেট খেলায় ফিরবেন মহেন্দ্র সিং ধোনি৷ আইপিএল ২০২১ এ বিভিন্ন দলে পরিবর্তন হচ্ছে৷ প্রচুর দলে ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হচ্ছে৷ ১৮ ফেব্রুয়ারি ফের নিলাম হওয়ার কথা৷ তারপর দলগুলি নতুনভাবে সাজানো হবে৷ গত মরশুমে চেন্নাই সুপার কিংস আইপিএলের ইতিহাসে নিজেদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স দিয়েছে৷ এবার তাদের লক্ষ্য সেই ধাক্কা কাটিয়ে ফের দারুণ ফর্মে ফেরা৷