corona virus btn
corona virus btn
Loading

‘ছ'মাস ও ক্রিকেট খেলেনি তাই বোর্ডের কন্ট্র্যাক্টে নেই’ ধোনি বাদ যাওয়ায় মত বিসিসিআই সূত্রের

‘ছ'মাস ও ক্রিকেট খেলেনি তাই বোর্ডের কন্ট্র্যাক্টে নেই’ ধোনি বাদ যাওয়ায় মত বিসিসিআই সূত্রের
Photo- Reuters

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অনেক কানাকানি চলছে, কিন্তু বোর্ডের অন্দরে আসল খবরটা কী

  • Share this:

#মুম্বই : বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ বৃহস্পতিবার সাড়া দেশে আলোড়ন ফেলে ধোনিকে আর বার্ষিক চুক্তির মধ্যে রাখেনি বোর্ড , এই অবস্থায় জোর জল্পনা তাহলে কি মাহির আন্তর্জাতিক কেরিয়ারে ফুলস্টপ পড়ে গেল ৷

কিন্তু বোর্ডের অন্দর সূত্রের খবর এটাকে মাহিরে কেরিয়ারের শেষ ধরে নেওয়ার কোনও কারণ নেই ৷ তাদের পরিষ্কার কথা মহেন্দ্র সিং ধোনি টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নাম অন্তর্ভুক্ত করার জন্য থাকবেন ৷ তার জন্য তাঁর ঘরোয়া পারফরম্যান্স ও আইপিএল পারফরম্যান্সের ওপর নজর থাকবে ৷ বোর্ডের পক্ষ থেকে জানা গেছে যেহেতু গত ছয় মাসে ভারতীয় জার্সিতে কোনও আন্তর্জাতিক খেলেননি ধোনি তাই বোর্ডের বার্ষিক চুক্তিতে তাঁর নাম রাখা হয়নি ৷ ২০২০২ -র আইপিএলে খেলার আগে ধোনি কোনওভাবেই ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা করবেন না ৷

আরও পড়ুন - #NirbhayaRapeCase : তাঁর মেয়ের রেপ নিয়ে আর রাজনীতি নয়, কান্নায় ভেঙে পড়ে নরেন্দ্র মোদিকে যা বললেন নির্ভয়ার মা আশাদেবী

বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে ২০২০-র আইপিএলে কে কীরকম পারফর্ম করেন তার ওপর নজর থাকবে জাতীয় নির্বাচকদের ৷ আর সেই প্ল্যাটফর্মে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ফের মাঠে নামবেন মাহি ৷ বোর্ড সূত্রের পরিষ্কার দাবি , ‘যদি মহেন্দ্র সিং ধোনি আবার একবার ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে চেন্নাইকে আইপিএল জেতান সেক্ষেত্রে কি করে তাঁর নাম টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিচার্য হবে না কে বলল ৷ বোর্ডের চুক্তিতে থাকার এই মানে নয় যে তিনি আর জাতীয় দলের জন্য বিবেচিত হবেন না ৷ ’

এদিকে ধোনি এই মুহূ্র্তে ঝাড়খন্ডের রনজি অনুশীলনের দলের সঙ্গে রয়েছেন ৷ কারণ ধোনি নিজেও জানেন জাতীয় দলের টিকিট কাটার বড় এবং একমাত্র প্ল্যাটফর্ম এখন তার সামনে শুধুমাত্র আইপিএল ৷

আরও দেখুন

First published: January 17, 2020, 3:12 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर