corona virus btn
corona virus btn
Loading

ধরমশালায় ভেস্তে গেছে প্রথম ম্যাচ, মোহালিতে কি আদৌ হবে ম্যাচ, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

ধরমশালায় ভেস্তে গেছে প্রথম ম্যাচ, মোহালিতে কি আদৌ হবে ম্যাচ, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
Photo- File

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ গেছে ভেস্তে এবার কি দ্বিতীয় ম্যাচেও ভিলেন হবে কালো মেঘ?

  • Share this:

#মোহালি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হয়ে গেছে ৷ কিন্তু খেলা হয়নি ৷ ভিলেন বৃষ্টির প্রভাবে ধরমশালায় প্রথম টি-টোয়েন্টি ভেস্তে গেছে ৷ এবার কি হবে ৷ বুধবার হবে খেলা ৷ সেদিন মোহালিতে ঠিক আবহাওয়া থাকবে নাকি এদিনও থাকছে বৃষ্টির ভ্রূকূটি ৷ সেটাই নিয়ে এখন প্রহর গুনছেন ভারতীয় ক্রিকেট দলের ফ্যানরা ৷

মোহালিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ই পাখির চোখ ভারতীয় দলের ৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ভালো পারফরম্যান্স করেছে এবার তাদের সামনে প্রতিপক্ষ প্রোটিয়াবাহিনী ৷ এবার আবহাওয়ার পূর্বাভাস কি বলছে জেনে নিন ৷ আবহাওয়া দফতর এবার সুখবর দিচ্ছে ৷ বৃষ্টির সম্ভবনা ৫ থেকে ১০ শতাংশের মতো ক্ষীণ ৷ ফলে ধরে নেওয়া যায় ২০-২০-র লড়াইতে সে ভিলেন হতে পারবে না ৷ এছাড়াও তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩১ ডিগ্রি ৷

আরও দেখুন

First published: September 17, 2019, 7:42 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर