#মুম্বই : ২০২০ -র বিশ্বকাপের দল নির্বাচন হয়ে গেল ৷ দক্ষিণ আফ্রিকায় আগামী ১৭ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি বসবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর ৷ চারবারের বিশ্বকাপজয়ী দলের নেতৃত্বের ব্যাটন এখন প্রিয়ম গর্গের হাতে ৷ অনু্র্ধ্ব ১৯ বিশ্বকাপের ১৩ তম এডিশনে ১৬ টি দল বিশ্বসেরা হওয়ার জন্য লড়াই করবেন ৷
১৬ টি দল চারটি গ্রুপে খেলবেন ৷ ভারতের সঙ্গে গ্রুপে রয়েছে যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসে জাপান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ৷ দু'টি করে দল সুপার লিগ স্টেজে খেলবেন ৷
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে এখনও অবধি পারফরম্যান্সের নিরিখে সফলতম দল ভারত, কারণ তাদের মুকুটে চারটি বিশ্বকাপের পালক রয়েছে ৷ ২০১৮ -র শেষ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ৮ উইকেট ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৷ আর গোটা টুর্নামেন্টে একটি ম্যাচেও হারেনি ভারতীয় দল ৷ বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকায় তিনটি একদিনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷ এরপর সেখানে খেলা হবে চতুর্দেশীয় সিরিজ ৷ যাতে ভারত ছাড়া দক্ষিণ আফ্রিকা , জিম্বাবোয়ে ও নিউজিল্যান্ড ৷
দেখে নিন কারা সুযোগ পেলেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলে ৷
India U19 squad for World Cup: Yashasvi Jaiswal (MCA), Tilak Varma (Hyderabad CA), Divyaansh Saxena (MCA), Priyam Garg (Captain) (UPCA), Dhruv Chand Jurel (vice-captain & wicket-keeper) (UPCA), Shashwat Rawat (Baroda CA), Divyansh Joshi (CA Mizoram), Shubhang Hegde (KSCA), Ravi Bishnoi (RCA), Akash Singh (RCA), Kartik Tyagi (UPCA), Atharva Ankolekar (MCA), Kumar Kushagra (wicket-keeper) (JSCA), Sushant Mishra (JSCA), Vidyadhar Patil (KSCA)
Four-time winner India announce U19 Cricket World Cup squad. Priyam Garg to lead the side. pic.twitter.com/VEIPxe2a2n
— BCCI (@BCCI) December 2, 2019
আরও দেখুন