corona virus btn
corona virus btn
Loading

Ind vs WI সফরের পুরো ক্রীড়াসূচি, ভ্যেনু: জেনে নিন এক ক্লিকে

Ind vs WI  সফরের পুরো ক্রীড়াসূচি, ভ্যেনু: জেনে নিন এক ক্লিকে
News 18 Bangla Creative

ক্যারিবিয়ান সফরে নিজেদের নতুন করে প্রমাণ করার চেষ্টায় টিম ইন্ডিয়া

  • Share this:

#মুম্বই: বিশ্বকাপের হৃদয় বিদারক পারফরম্যান্সের পর ভারত প্রথম সফরে যাচ্ছে ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু‘দিন ধরে চলা সেমিফাইনালে হারতে হয়েছিল বিরাট কোহলি এন্ড কোং কে ৷ তারপর প্রচুর সমালোচনা হয়েছিল ৷ তাই ক্যারিবিয়ান সফরে নিজেদের নতুন করে প্রমাণ করার চেষ্টায় টিম ইন্ডিয়া ৷

এক মাসের লম্বা ট্যুর শুরু হচ্ছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ৷ প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হচ্ছে অগাস্টের তিন তারিখ থেকে ৷ বিরাট কোহলিরা এরপর খেলবেন তিনটি একদিনের ম্যাচ  ও দু‘টি টেস্ট ম্যাচ ৷ এই টেস্ট ম্যাচ দু‘টি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ হিসেবে শুরু হবে ৷ কোন ম্যাচ কবে খেলা হবে দেখে নিন ...

News 18 Bangla Creative News 18 Bangla Creative

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলা হবে আমেরিকার ফ্লোরিডায় ৷ ৩ ও ৪ তারিখ ফোর্ট লাউডারহিলে খেলা হবে ম্যাচ ৷ তবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হবে প্রোভিডেন্স স্টেট গায়নায় ৷ তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতের ১৫ জনের দলে রয়েছেন -বিরাট কোহলি (অধিনায়ক). শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ক্রুণাল পান্ডিয়া, রবিন্দর জাডেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার , নভদীপ সাইনি ৷

Photo- Reuters Photo- Reuters

একদিনের ম্যাচ তিনটি ম্যাচের প্রথমটি খেলা হবে গায়নায় ৷ বাকি দুটি ম্যাচ খেলা হবে ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে ৷ ভারতের একদিনের সিরিজেপ জন্য ১৫ জনের দলে রয়েছেন , বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল , কেদার যাদব, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নভদীপ সাইনি ৷

আরও পড়ুন - ফের পুলিশের উর্দিতে ‘Tiktok’ ভিডিও করলেন দুই মহিলা, ‘পাতলি কোমর’-র সুরে নাচের ভিডিও ভাইরাল

এরপর হবে দুটি টেস্ট ৷ প্রথমটি অগাস্টের ৩০ থেকে শুরু হবে  জামাইকার সাবাইনা পার্কে ৷ দ্বিতীয়টিও হবে এখানেই ৷ ভারতের ১৫ জনের টেস্ট দলে রয়েছেন , বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ , ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব ৷

আরও দেখুন

First published: July 31, 2019, 10:15 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर