#লন্ডন: ভারতীয় উইকেটরক্ষক ক্রিকেটার দীনেশ কার্তিক (Dinesh Karthik) ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG 2021) টেস্ট সিরিজে ধারাভাষ্য করছেন৷ শুধু তাই নয় নিজের পোশাক ও ড্রেসিং সেন্সের জন্য তিনি দারুণ প্রশংসিত হচ্ছেন৷ ইন্সটাগ্রামে নিজের ছবি শেয়ার করতেই একেবারে প্রশংসার ঝড় উঠেছে৷ সম্প্রতি যে ছবিটি পোস্ট করেছেন তাতে তিনি সেমি এথনিক পোশাক পরেছেন৷ তাঁর এই পোস্টে লাইকই নয় একের পর এক কমেন্টে ভরিয়ে দিচ্ছেন মানুষজন৷
আইপিএলে কার্তিকের কলকাতা নাইট রাইডার্সে (KKR) সহ খেলোয়াড় প্যাট কামিন্স তাঁর ফ্যাশন সেন্সে দারুণ প্রভাবিত হয়েছেন৷ তবে তিনি সতীর্থের সঙ্গে হাসি মস্করাতেও মেতেছেন৷ কামিন্স কার্তিককে নিজের পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন৷ মজার ছলে তিনি জিজ্ঞাসা করেছেন , ইংল্যান্ডের জন্য কতগুলি সুটকেস নিয়ে গেথেন তিনি? গত কয়েক মাস ধরে দীনেশ কার্তিক ইংল্যান্ডেই রয়েছেন৷ তিনি স্কাই স্পোর্টসের কমেন্ট্রি প্যানেলে রয়েছেন৷ ভারত বনাম ইংল্যান্ড সিরিজ ছাড়াও দ্য হান্ড্রেডের জন্যেও ধারাভাষ্য করছেন৷
কার্তিক ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সাউদাম্পটনে হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) সময় থেকে কমেন্ট্রি শুরু করেছেন৷ কম সময়ের মধ্যেই তিনি অভিজ্ঞ ধারাভাষ্যকার সুনীল গাভাসকরকেও (Sunil Gavaskar) প্রভাবিত করেছেন৷ ফ্যানদেরও মন জয় করেছেন তিনি৷ খুব তাড়াতাড়ি আবার ক্রিকেটের বাইশ গজে ফিরবেন তিনি৷ আগামী মাস থেকে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে৷ ফলে ফের কেকেআরের জার্সিতে খেলতে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান৷ করোনার কারণে আইপিএলের প্রথম পর্ব থেমে গিয়েছিল৷ সেখানে তিনি ৭ ম্যাচে ১২৩ রান করেন৷
কেকেআর নিজেদের প্রথম পর্বে ৭ ম্যাচের মধ্যে মাত্র ২ টিতে জয় পেয়েছে৷ পয়েন্ট টেবলে তারা ৭ নম্বরে রয়েছে৷ এরফলে দ্বিতীয় পর্বে দ্রুত নিজেদের পারফরম্যান্স ঠিক করে পয়েন্ট টেবলে ভালো জায়গায় যেতে হবে৷ প্লে অফে আশা রাখতে গেলে ৭ ম্যাচের মধ্যে অন্তত ৫ টিতে জিততেই হবে কেকেআরকে৷ তবে দলে কামিন্সের অভাব বোধ হবে কারণ দ্বিতীয় পর্বের ম্যাচে তিনি খেলবেন না৷ ইয়ন মর্গ্যান দলের অধিনায়ক থাকবেন৷ আইপিএলের দ্বিতীয় পর্বে ইংলিশ ক্রিকেটারদের খেলার জন্য অনুমতি দিয়েছে ইসিবি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dinesh Karthik, IPL 2021, Kkr