#মুম্বই: স্বার্থের সংঘাত ইস্যুতে CAC থেকে পদত্যাগ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকররা ৷ এরপরেই নতুন সিএসি সদস্য বেছে নিল সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি অফ অ্যাডমিনিসট্রেটর ৷
COA - কপিলদেবের নেতৃত্বাধীনে তিন সদস্যের কমিটি বেছে নিয়েছে ৷ এই কমিটিতে রয়েছেন প্রাক্তন ভারতীয় দলের কোচ অংশুমান গায়কোয়াড় ও প্রাক্তন মহিলা ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী ৷
রবি শাস্ত্রী সহ বাকি সাপোর্ট স্টাফ ও সহকারি কোচদের বর্তমান চুক্তি রয়েছে ওয়েস্টইন্ডিজ সফর অবধি ৷ তারপরেই বিরাটদের জন্য আসবে নতুন কোচ ৷ ইতিমধ্যেই সবকটি পদের জন্য আবেদন চেয়েছে বিসিসিআই ৷ এবার কপিল,অংশুমান, শান্তার দল বেছে নেবে ভারতীয় দলের কোচ ও তার সহকারিদের ৷ শুধু কোচই নয় নতুন ভারতীয় নির্বাচন কমিটির পাঁচ সদস্যকেও বেছে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি ৷ বিসিসিআই-র পক্ষ থেকে জানানো হয়েছে এই তিন ক্রিকেটারকেই দায়িত্ব নেওয়ার জন্য রপ্রস্তাব দিয়েছিল বিসিসিআই ৷ তিন ক্রিকেটারই সম্মতি দিয়েছেন ৷
নতুন কোচের পদের জন্য ৩০ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে ৷ তারপর ADHOC কমিটি থেকে জানানো হবে নতুন CAC সদস্যরা কীভাবে কাজ শুরু করবেন ৷
আরও দেখুন