Big News: কবে থেকে ফের শুরু হচ্ছে IPL 2021, সামনে এল সব বড় তথ্য

IPL 2021 set to resume from september 19

BCCI সূত্র থেকে প্রাপ্ত খবরে সামেন এল আইপিএল (IPL 2021) শুরুর দিন ও ফাইনালের গুরুত্বপূর্ণ তারিখ৷

 • Share this:

  #মুম্বই: আইপিএল ২০২১  (IPL 2021) বাকি ম্যাচগুলি ক্রীড়াসূচি পাওয়া গেছে৷ ৪ মে করোনা আইপিএল বায়োবাবলে ঢুকে পড়ায় মিলিয়ন ডলার ক্রিকেট টুর্নামেন্ট মাঝপথে স্থগিত করে দিতে হয়৷ তখনও অবধি ২৯ টি ম্যাচ খেলা হয়েছিল৷ ৩১ টি ম্যাচ এখনও হওয়া বাকি আছে৷ গত কয়েক দিনে বিসিসিআই একের পর একের পর বৈঠক করে৷ সেখানেই স্থির হয় বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে হবে৷ BCCI সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ি লিগ ১৯ সেপ্টেম্বর শুরু হবে৷ ফাইনাল ১৫ অক্টোবর হবে৷ ২০২০ তে আইপিএলের ৬০ টি ম্যাচই সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল৷ সেই মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স৷

  নিউজ এজেম্সি এএনআইয়ের সঙ্গে বিসিসিআই আধিকারিকের এই বিষয়ে আলাপ আলোচনায় এই সব তথ্য সামনে উঠে এসেছে৷ আরও জানা গেছে ম্যাচ শেষ করার জন্য ২৫ দিনের একটা উইন্ডো খোঁজা হচ্ছিল৷ আধিকারিক জানিছেন ইউএই বোর্ডের সঙ্গে কথোপকথন সদর্থক ছিল৷ বিসিসিআইয়ের সঙ্গে বিশেষ বৈঠকের আগে তাদের কাছ থেকে মৌখিক স্তরে সম্মতি পাওয়া গিয়েছিল৷ গত সপ্তাহে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়৷ লিগের শুরু হবে ১৯ সেপ্টেম্বর৷ অবশিষ্ট টুর্নামেন্ট শারজা, দুবাই ও আবুধাবিতে হবে৷

  এদিকে বিদেশি ক্রিকেটারদের যাতে টুর্নামেন্টের দ্বিতীয়ভাগে খেলানো যায় তার জন্য আধিকারিকরা বিভিন্ন বোর্ডের সঙ্গে কথা বলছেন৷ তাদের দাবি সেই সব বোর্ডের পক্ষ থেকে এখনও পজিটিভ রেসপন্স পাওয়া গেছে৷ আধিকারিকরা জানিয়েছেন, ‘বেশির ভাগ বিদেশি ক্রিকেটার টি টোয়েন্টি লিগের অবশিষ্ট ম্যাচ খেলবেন৷ যদি কিছু ক্রিকেটার না খেলেন তাহলে তাঁদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে৷ আশা করা যায় এই সিজনের বাকি অংশ দারুণভাবে হবে৷ ’

  আইপিএলে করোনা আক্রমণের আগে মরশুমের লিগ টেবলের এক নম্বরে ছিল ঋষভ পন্থের দিল্লি৷ পন্থের দিল্লি ৮ ম্যাচের ৬ টিতে জয়লাভ করেছিল৷ তাদের দল ১২ পয়েন্ট নিয়ে সবচেয়ে ওপরে ছিল৷ এই মুহূর্তে আইপিএল শেষ করার ওপর জোর দিচ্ছে বোর্ড৷ যদি সেটা না শেষ করা যায় তাহলে বোর্ডের ২৫০০ কোটি টাকার ক্ষতি হবে৷ এর আগেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এই কথা জানিয়েছিলেন৷

  Published by:Debalina Datta
  First published: