Home /News /sports /
Ind vs Eng: ‘‘অনুশীলন ম্যাচ চেয়েছিলাম, কেন পাইনি জানি না’’- বিরাটের এই কথার পর...

Ind vs Eng: ‘‘অনুশীলন ম্যাচ চেয়েছিলাম, কেন পাইনি জানি না’’- বিরাটের এই কথার পর...

virat kohli says he is not aware why indian team are not playing warm up games before england test series -Photo- AFP

virat kohli says he is not aware why indian team are not playing warm up games before england test series -Photo- AFP

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেও কোনও প্রস্তুতি ম্যাচ পাননি বিরাট এন্ড কোং৷

 • Share this:

  #মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)  অধিনায়ক বিরাট কোহলি  (Virat Kohli)  জানিয়েছেন তাঁর দল ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলার আগে অনুশীলন ম্যাচ খেলতে চেয়েছিল৷ বিরাট জানিয়েছেন তিনি জানেন না কেন তাঁর অনুরোধ খারিজ করে দেওয়া হয়েছে৷ নিউজিল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে (WTC Final 2021) ভারত হেরেছে৷ ভারত ইংল্যান্ডে পৌঁছনোর পর একটিও অনুশীলন ম্যাচ পায়নি, যেখানে নিউজিল্যান্ড সেখানে  ২ টি টেস্ট খেলেছে৷ ভারতীয় দলের এখন তিন সপ্তাহের বিরতি রয়েছে৷ দল ১৪ জুলাই ফের নটিংহ্যামে একত্রিত হবে৷ ৪ অগাস্ট থেকে টেস্ট সিরিজ শুরু হবে৷

  সিরিজের আগে ফার্স্টক্লাস ম্যাচ খেললে ভালো হত এই প্রশ্নের উত্তরে বিরাট কোহলি জানিয়েছেন , এটা যাঁরা ক্রীড়াসূচি বনিয়েছেন তাঁদের ওপর নির্ভর করে৷ তিনি ম্যাচের পর ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বলেন, ‘‘এটা আমাদের ওপর নির্ভর করে না, আমরা প্র্যাকটিশ ম্যাচ চাইছিলাম কিন্তু আমরা  পাইনি৷ আমি জানি না কারণ কি?’’ ভারতীয় অধিনায়ক জানিয়েছেন কোনও সিরিজের আগে তিন সপ্তাহ প্রস্তুতি ভালো সময়৷ তিনি এও জানিয়েছেন ভারতীয় দলের কাছে অনেকটা সময় আছে৷

  আসলে বিসিসিআই , ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে দুটি প্রথম শ্রেণীর ম্যাচ স্থগিত করতে বলে দেয়৷ এই দুটি ম্যাচই ভারতীয় দল খেলত৷ ভারতীয় বোর্ডের সূত্র জানিয়েছে, ‘‘আসলে ওই সময়েই ভারতীয় এ দলের দুটি প্রথম শ্রেণীর ম্যাচ আছে৷ কিন্তু ইসিবি-র সঙ্গে কথার পর তা রদ করে দেওয়া হয়েছে৷  আসলে ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি শুরু হওয়ার পর আর ম্যাচ সম্ভব নয়৷

  এরমধ্যে খবর এটাও যে বিসিসিআই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে প্র্যাকটিশ ম্যাচের জন্য অনুরোধ করেছে৷ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ি বিসিসিআই সচিব জয় শাহ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) -র কাছে দুটি অনুশীলন ম্যাচ করার জন্য অনুরোধ করবেন৷ শাহ শুক্রবার এই বিষয়ে কথা বলবেন৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: BCCI, Ind vs Eng, Indian Cricket Team, Virat Kohli

  পরবর্তী খবর