#পানাজি: ভারতের স্টার বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) আর স্পোর্টস অ্যাঙ্কর সঞ্জনা গণেশনের বিয়ে সারা ৷ ১৫ মার্চ গোয়ায় বিয়ে করেছেন তাঁরা৷ এর মধ্যেই একের পর এক বিয়ের ছবি ও ভিডিও সামনে আসছে৷ আর স্বাভাবিকভাবে প্রেমে ভরপুর সেইসব ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে মুহূর্তেই৷
এই মুহূ্র্তে দুটি ভিডিও সামনে এসেছে৷ আসলে বিয়ের বিভিন্ন রকম অনুষ্ঠান হয়৷ তারমধ্যে, সঙ্গীত, গায়ে হলুদ, মালাবদল সবই আছে৷ গোলাপী রঙের প্যাস্টেল শেডের পোশাকে বুমরাহ ও সঞ্জনা দুজনকেই দারুণ লাগছিল বিয়ের লগ্নে৷
সঞ্জনার কাছে মাথা হেঁট করে প্রথমে মালা পরলেন বুমরাহ৷ আবার স্পিডস্টারও যখন মালা পরিয়ে দিলেন সঞ্জনা মাথা নিচু করেই সেটা তাঁকে পরিয়ে দিলেন৷ দেখে নিন সেই রোমান্টিক মুহূর্তের ভিডিও৷
View this post on Instagram
আরও মজা হয়েছে যখন ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার বুমরাহের গলায় মালা পরাতে গিয়ে পায়ে ডিঙি মেরে একটু লাফিয়ে নেন সঞ্জনা৷ সঞ্জনার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি৷ এই দিনটা তাঁদের জীবনের জন্য একেবারে বিশেষ দিন৷
এদিকে এই ভিডিও-র পাশাপাশি আরও একটি ভিডিও সুপার ভাইরাল হয়েছে৷ সেটায় বিভিন্ন মুহূর্তের ছবির কোলাজ রয়েছে৷ সেখানে মুগ্ধ দৃষ্টিতে সঞ্জনার দিকে চেয়ে আছেন তিনি৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷
View this post on Instagram
এদিকে এছাড়াও একাধিক ছবি সামনে আসছে যেখানে নতুন বর -বউকে নানা রূপে দেখা গেছে৷ সব ছবিতেই নেটিজেনরা জমিয়ে কমেন্ট করেছেন৷ সকলেই নব দম্পতিকে আশীর্বাদ করেছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jasprit Bumrah, Viral Video