#ইনদওর : প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পর ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেই হতশ্রী পারফরম্যান্স বাংলাদেশের ৷ তৃতীয় দিন শেষ হওয়ার আগেই ২১৩ রানে শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস , যার ফলে এক ইনিংস ১৩০ রানে প্রথম টেস্ট জিতে গেল ভারতীয় দল ৷ পাশাপাশি টেস্ট সিরিজে এগিয়ে গেল ১-০ তে ৷
এদিবন বাংলাদেশ দলের হয়ে মুশফিকুর রহিমের ৬৪ রান সর্বোচ্চ ৷ টপ অর্ডাররা প্রায় কেউই ক্রিজে দাঁড়াতে পারেননি , সেখানে লিটন দাস ও মেহেদি হাসানের ৩৫ ও ৩৮ রান তাও বাংলাদেসকে ২০০ টপকাতে সাহায্য করেছে নইলে আরও আগে শেষ হয়ে যেত তাদের দৌড় ৷
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে কামাল মহম্মদ শামির ৷ তিনি ৪ উইকেট নেন ৷ এছাড়াও রবিচন্দ্রন অশ্বিন ৩টি, উমেশ যাদব ২ টি ও ইশান্ত শর্মা ১ টি করে উইকেট নেন ৷
ময়াঙ্ক আগরওয়ালের ২৪২ রানের দুরন্ত ইনিংসের সুবাদে তিনিই হয়েছেন ম্যাচের সেরা ৷ বাংলাদেশের ল১৫০ রানের প্রথম ইনিংসের পর ভারতীয় দল ৬ উইকেট ৪৯৩ রানে ডিক্লেয়ার দিয়েছিল ৷ দ্বিতীয় দিন যেখানে শেষ করেছিল তার পর আর তৃতীয় দিনে ব্যাটিং করেনি বিরাট কোহলির ভারত ৷ এদিনের জয়ের ফলে পরপর তিনটি টেস্ট ইনিংসে জিতল ভারত ৷
আরও দেখুনThank you, Indore#INDvBAN pic.twitter.com/LBFx6S2Bal
— BCCI (@BCCI) November 16, 2019