#কলম্বো: ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে (India vs Sri Lanka Series) ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে গেছে৷ ওয়ানডে সিরিজের সূচনা হবে ১৩ জুলাই৷ এরপরে টি টোয়েন্টি সিরিজও খেলা হবে৷ ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এবং তাঁর সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমার৷ ভারতীয় ক্রিকেট দলের প্রধান খেলোয়াড়দের নিয়ে এখন বিরাট কোহলি ইংল্যান্ডে রয়েছেন৷ আর বাকি মূলত তরুণ ক্রিকেটার ও কিছু সিনিয়র ক্রিকেটারের দল নিয়ে শ্রীলঙ্কায় শিখর ধাওয়ান৷ দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)৷ ভারতীয় দল সোমবার শ্রীলঙ্কায় পৌঁছনোর পর তিনদিনের নির্ধারিত কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়েছেন৷ প্রত্যেক ক্রিকেটারই এই সময়ে নিজের নিজের ঘরে ছিলেন৷
অক্টোবর -নভেম্বরে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ হবে তার আগে সীমিত ওভারের এটা শেষ সিরিজ হবে৷ দলে চেতন সকারিয়া, কে গৌতম, নীতিশ রাণা, দেবদত্ত পাডিক্কাল, বরুণ চক্রবর্তী, ও ঋতুরাজ গোয়ারেকরের সুযোগ রয়েছে যাঁদের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা নেই৷ পৃথ্বী শ, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদবের জন্যেও এই সিরিজ গুরুত্বপূর্ণ৷ এই সিরিজে যাঁদের পারফরম্যান্স ভালো হবে তাঁরা টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গায় দাবিদার হবেন৷
📸📸 Snapshots from #TeamIndia's first training session in Sri Lanka 💪💪#SLvIND pic.twitter.com/hzBx8DNye2
— BCCI (@BCCI) July 2, 2021
ভারত ও শ্রীলঙ্কা সিরিজের আগে একটা বিতর্ক শুরু হয়ে গেছে৷ প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক অর্জুন রনতুঙ্গা এই ভারতীয় দলকে দুর্বল বলেছেন৷ রণতুঙ্গা সাফ সাফ বলে দিয়েছেন শ্রীলঙ্কা সফরে যে ভারতীয় দল এসেছে তাতে ভারত দ্বিতীয় সারির ক্রিকেটারদের পাঠিয়েছে৷ তিনি আরও জুড়ে নিয়ে বলেছেন এটা শ্রীলঙ্কার ক্রিকেটারদের জন্য অপমান৷
ওয়াকিবহাল মহলের মতে রণতুঙ্গা বোধহয় ভুলে গেছেন এই ক্রিকেট দলের বেশিরভাগ ক্রিকেটারই আইপিএলে ভালো খেলার জন্যেই এই দলে সুযোগ পেয়েছেন৷ এই ক্রিকেটাররা সকলেই নিজের নিজের ফ্রাঞ্চাইজির স্টার খেলোয়াড়৷ অন্যদিকে শ্রীলঙ্কা ক্রিকেট দলের মান ক্রমশই পড়ছে৷ এই মুহূর্তে ইংল্যান্ড সিরিজ খেলছে এর আগে বাংলাদেশের বিরুদ্ধেও সিরিজ হেরেছে৷ ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ ইতিমধ্যেই হেরেছে৷ এবার যদি রাহুল দ্রাবিড়ের ছেলেরা মাঠের পারফরম্যান্স দিয়ে যদি শ্রীলঙ্কাকে পর্যদুস্ত করতে পারে তাহলে অর্জুন রনতুঙ্গার সমালোচনার যোগ্য জবাব দেওয়া হবে৷
দল- শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, দেবদত্ত পাডিক্কল, ঋতুরাজ গায়কোওয়াড়, সূর্যকুমার যাদব, মণীষ পাণ্ডে, হার্দিক পান্ডিয়া, নীতিশ রাণা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেট কিপার), যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কে গৌতম, ক্রুণাল পান্ডিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), দীপক চাহর, নবদীপ সাইনি, চেতন সকারিয়া৷
নেট বোলার- ইশান পোড়েল, সন্দীপ ওয়ারিয়র, অর্শদীপ সিংহ, সাই কিশোর, সিমরজিত সিং
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Cricket Team