#কলম্বো: ভারতের তরুণ ক্রিকেটাররা ফের একবার নিজেদের দমদার পারফরম্যান্স দিচ্ছেন৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) মঙ্গলবার দ্বিতীয় একদিনের ম্যাচেও জয়ের লক্ষ্যেই রয়েছে৷ ভারতের পক্ষ থেকে প্রথম একদিনের ম্যাচে অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan) একদিক সামলে রেখেছিলেন অন্যদিকে ছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw), ইশান কিষাণ (Ishan Kishan) আর সূর্য কুমার যাদব সহজেই রান তুলে ফেলেন৷ ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে কার্যত একতরফা জয় পায় টিম ইন্ডিয়া৷ ভারতের টি -টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) মাথায় রেখে আক্রমণাত্মক প্রয়াস হবে৷ যাঁরা ভালো খেলবেন তাঁরা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের জায়গা রাখবেন৷
ভারত নিজেদের প্রথম ম্যাচে ৩৭ ওভারে ম্যাচ জিতে নিয়েছে৷ ভারচ নিজের উইনিং কম্বিনেশন হয়ত একটু বদলাবে কারণ এই ম্যাচ জিতে গেলে তারা নিজেদের তৃতীয় একদিনের ম্যাচে একেবারে নতুন মুখদের সুযোগ দিতে পারে৷ শুধু মণীষ পাণ্ডের পরিবর্তে দেবদত্ত পাডিক্কল খেলতে পারেন৷ কারণ প্রথম ম্যাচে ৪০ বল খেলে মাত্র ২৬ রান করেন৷
পৃথ্বী শ নিজের ফেরত আসার ম্যাচে বেশ কিছু জবরদস্ত স্ট্রোক খেলেন, কিন্তু বড় স্কোর করতে পারেননি, দ্বিতীয় ম্যাচে সেটা বদলাতে চাইবেন তরুণ এই প্রতিভা৷ এদিকে দীর্ঘসময় বাদে এই ম্যাচে একসঙ্গে খেলেছেন ‘কুলচা’- অর্থাৎ কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল৷ ফের বল হাতে বিপক্ষকে বিপাকে ফেলেছেন এই দুই স্পিনার জুটি৷ হার্দিক পান্ডিয়াও পাঁচ ওভার বল করে আশা জাগিয়েছেন৷ তবে সিনিয়র পেসার ভুবনেশ্বর কুমার সেভাবে দাগ কাটতে পারেননি৷ তিনিও দ্বিতীয় ম্যাচে নিজের স্বমহিমায় থাকার চেষ্টা করবেন৷
এদিকে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া থাকবে শ্রীলঙ্কা৷ গত বছর তারা মাত্র একটি ম্যাচ জিতেছে৷ এবছরেও ইংল্যান্ডের বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্স তাঁদের৷ ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজে ফিরতে হলে দ্বিতীয় ম্যাচ তাঁদের জিততেই হবে৷
ভারত- শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, দেবদত্ত পাডিক্কল, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, মণীষ পাণ্ডে, নীতিশ রাণা, ইশান কিষাণ,সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, রাহুল চাহার, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, চেতন সকরিয়া, নবদীপ সাইনি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Cricket Team