• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • CRICKET INDIA VS ENGLAND VIRAT KOHLI TEAM INDIA TRAINING SESSION AT HEADINGLEY FOR 3RD TEST DD

Ind vs Eng: বিরাট কোহলি সহ পুরো ভারতীয় দলের হবে ‘অভিষেক’, লিডসে জোর অনুশীলন

india vs england: virat kohli team india training session at headingley for 3rd test (AFP)

Ind vs Eng: ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টের (3rd test) আগে জেনে নিন দারুণ মজার এই ব্যাপার!

 • Share this:

  #লিডস: বিরাট কোহলির  (Virat Kohli)  নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Team India) ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে লিডসে পৌঁছে গেছে৷ ভারতীয় দল হেডিংলেতে নেটে অনুশীলনও শুরু করে দিয়েছে৷ প্রথম দিন অভ্যাসের সময় সমস্ত শীর্ষ ক্রিকেটারই অংশ নিয়েছেন৷ ৫ ম্যাচের টেস্ট সিরিজে তৃতীয় টেস্টের জন্য লিডসে পৌঁছনোর পরে টিম এক মুহূর্তও বিশ্রামে কাটায়নি৷ একেবারে সরাসরি অনুশীলনে নেমে পড়ে৷

  লর্ডসে দ্বিতীয় টেস্টের ১৫১ রানে জয় পেয়েছে ভারতীয় দল৷ ফলে সিরিজে ইতিমধ্যেই ১-০ এগিয়ে গেছে তারা৷ প্রথম টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়ে গেছে৷ অধিনায়ক বিরাট কোহলি , সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে ও সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা থেকে জসপ্রীত বুমরাহ . মহম্মদ শামি -র জোরে বোলার এবং রবিচন্দ্রন অশ্বিন, ও রবীন্দ্র জাদেজা সকলেই নেটে কড়া অনুশীলন করেন৷

  উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant)  অভ্যাসে অমশ নেন৷ কোহলি এন্ড কোং চায় লিডসে ২-০ করে টেস্ট সিরিজে নিজেদের দাপট অক্ষুন্ন রাখতে৷ কোহলির সঙ্গে পুরো দল ২৫ অগাস্ট অভিষেক করবে! এই জন্যে এই বাইশ গজের লড়াই আরও বাড়তি মাইলেজ পাচ্ছে৷ কারণ এই ময়দানে বর্তমান ভারতীয় ক্রিকেট দলের কেউ কখনও ক্রিকেট খেলেননি৷

  ভারত হেডিংলেতে শেষ টেস্ট খেলেছে ২০০২ সালে৷ ফলে বর্তমান ভারতীয় দলের ক্রিকেটাররা তখন কেউই ক্রিকেট খেলতেন না৷ ফলে এই মাঠে ক্রিকেট খেলার অভিজ্ঞতা কারোরই নেই৷ তৃতীয় টেস্ট বুধবার থেকে শুরু হবে৷ ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেট দলের লিডসে পৌঁছনো ও অনুশীলনের ছবি ট্যুইট করেছে৷ তাতে লিখেছে লিডসের হেডেংলেত আপনাদের স্বাগত ৷ এটাই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের ভ্যেনু৷

  Published by:Debalina Datta
  First published: