হোম /খবর /খেলা /
স্টাম্প মাইকে এ কী ধরা পড়ল, আম্পায়রের কাছে টাকা চাইলেন পন্থ, Viral Video

স্টাম্প মাইকে এ কী ধরা পড়ল, আম্পায়রের কাছে টাকা চাইলেন পন্থ, Viral Video

Photo-AP

Photo-AP

হঠাৎ কেন এরকম কথা পন্থের মুখে?

  • Last Updated :
  • Share this:

#আহমেদাবাদ:  আহমেদাবাদ টেস্টে ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটিং বিশেষ কথা বলে উঠতে পারেনি, কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি৷ উইকেটের পিছনে তাঁর ‘বকবক’ ফের একবার তাঁকে ভাইরাল করেছে৷ আহমেদাবাদের টেস্টের আম্পায়ার অনিল চৌধুরির কাছে ম্যাচ চলাকালীন টাকা চেয়ে বসলেন তিনি৷ আর সেই তাঁর কথা -র ভিডিও এখন নেট মহলে  ভাইরাল৷

বিরোধী খেলোয়াড়দের সঙ্গে সঙ্গে একাধিক সময়ে তাঁর কথোপকথন যুদ্ধ শিরোনাম ছিনিয়ে নিয়েছে৷ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে -র ২১ ওভারে ঋষভ পন্থ কমেন্ট করেন৷ যখন তিনি বেল ঠিক করছিলেন তখন অনিল চৌধুরি তাঁকে ঠিক কী করতে হবে সেটা বলে দিলেন৷ তখন পন্থ আম্পায়রকে বলেন , ‘পয়সে দো মেরে’- আমার টাকা দাও৷ শুনে নিন ভি়ডিও৷

বিস্ফোরক এই ক্রিকেটার মাত্র ১ রান করেন আহমেদাবাদের পিঙ্ক বল টেস্টে প্রথম ইনিংসে৷ পন্থ নিজে ব্যাট হাতে না কিছু করলেও এই ম্যাচ ভারত মাত্র ২ দিনে জিতে নিয়েছে৷ ইংল্যান্ড প্রথম ইনিংসে ১১২ রান করে, উত্তরে ভারতীয় দল ১৪৫ রান করে৷ অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের জোরালো বোলিংয়ে ইংল্যান্ড ৮১ রানে প্যাকআপ হয়ে যায়৷

Published by:Debalina Datta
First published:

Tags: Rishabh Pant, Viral Video