EXCLUSIVE: খালি মাঠে আয়োজন হবে ম্যাচ, পুণেতে চলছে আয়োজন

EXCLUSIVE: খালি মাঠে আয়োজন হবে ম্যাচ, পুণেতে চলছে আয়োজন

Photo-AP

সামনে এল বড় খবর৷

 • Share this:

   খা#মুম্বই: টেস্ট আর পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের পর ভারত বনাম ইংল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজে  মুখোমুখি হয়েছে৷ এই খেলা শুরু হবে ২৩ মার্চ৷ ২৩ মার্চ পুণেতেই খেলা হবে৷ খবর ছিল যে করোনা ভাইরাসের বাড়তে থাকার কারণে এই তিনটি একদিনের ম্যাচের ভ্যেনু বদলে দেওয়ার প্রস্তাব ছিল৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একদিনের সিরিজ আয়োজন করার অনুমতি দিয়েছেন৷

  ক্রিকেট নেক্সট এক্সক্লুসিভ খবর অনুযায়ি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে খালি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করার অনুমতি দিয়েছেন৷ গত কয়েকদিনে পুণেতে করোনার মামলা ক্রমশই বাড়ছে৷ এর কারণে আশঙ্কা ছিল সিরিজের ভ্যেনু বদল হতে পারে৷ কিন্তু এরকমটা হচ্ছে না৷ শুক্রবার পুণেতে ১৫৪২ টি নতুন মামলা সামনে এসেছে৷ আর ৮ জনের মৃত্যু হয়েছে৷

  ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজ -

  ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে তিনটি ম্যাচ খেলা হয়েছে৷ ২৩ মার্চ থেকে শুরু হবে এই ম্যাচ৷ দ্বিতীয় ম্যাচের তারিখ ২৬ মার্চ, তৃতীয় ম্যাচের তারিখ ২৮ মার্চ৷ এই সবকটি ম্যাচে ডে -নাইট হবে৷ ওয়ান ডে সিরিজের আগে পাঁচটি ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলা হবে৷ প্রথম টি টোয়েন্টি ম্যাচ ১২ মার্চ হবে৷ দ্বিতীয় ম্যাচ হবে ১৪ মার্চ৷ তৃতীয় ম্যাচের তারিখ ১৬ মার্চ, চতুর্থ ম্যাচ ১৮ মার্চ, শেষ ম্যাচ টি টোয়েন্টি ২০ মার্চ হবে৷

  অস্ট্রেলিয়া -নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজের আয়োজন করার জায়গা বদলেছে৷ করোনা ভাইরাসের কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের ভ্যেনু বদল করা হয়েছে৷ অকল্যান্ডে করোনা ভাইরাসের বাড়তে থাকা কারণে চতুর্থ ম্যাচ ওয়েলিংটনে হচ্ছে৷ ওয়েলিংটনেই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ হচ্ছে৷ পাঁচ নম্বর টি টোয়েন্টি ম্যাচে মাউন্ট মাউনগুইতে হবে৷ নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজে ২-০ এগিয়ে আছে৷

  Published by:Debalina Datta
  First published: