#পুণে: টেস্ট আর টি টোয়েন্টি সিরিজের পর টিম ইন্ডিয়ার (Team India) নজরে এখন একদিনের সিরিজ৷ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এখন ১-১ রয়েছে৷ ভারত প্রথম ওয়ান ডে -তে ৬৬ রানে জিতেছে৷ দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারতে হয়েছে৷
দ্বিতীয় একদিনের কুলদীপ আটটি ছক্কা হজম করেছেন৷ যা যে কোনও ভারতীয় বোলারের থেকে বেশি৷ দ্বিতীয় ম্যাচে ৮৪ আর প্রথম দিনের ৬৪ রান হজম করতে হয়েছিল৷ ক্রুণাল ৬ ওভারে ১২ গড়ে ৭২ রান দেয়৷ এই ২ জনের জায়গায় যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে৷ চাহাল নিজের ফর্মে -র ধারেকাছে নেই৷ তবুও কোহলির কাছে এটাই সেরা বিকল্প৷ ক্রুণাল ব্যাট হাতে জায়গা টিকিয়ে রাখতে পারেন৷ কিন্তু তার বোলিংয়ে স্পষ্ট বিকল্প নয়৷
পেসার ভুবনেশ্বর কুমারের সঙ্গে ইয়র্কার বিশেষজ্ঞ টি নটরাজনকে সঙ্গে নিয়ে প্রথম একাদশ সাজানো হতে পারে৷ শার্দুল ঠাকুর নিজের ফর্মে রয়েছে৷ মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা জায়গা তৈরি করতে পারে৷ এদিকে ইংল্যান্ডের ক্ষেত্রে বেন স্টোকস ফর্মে ফেরাটা ইংল্যান্ডের কাছে স্বস্তির৷
ড্রিম ইলেভেন- রোহিত শর্মা, জনি বেয়ারিস্তো, বিরাট কোহলি, বেন স্টোকস. ঋষভ পন্থ, জেসন রয়, প্রসিদ্ধ কৃষ্ণা, যজুবেন্দ্র চাহাল, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, মার্ক উড৷
ভারতের দল - বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, শুভমান গিল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, কেএল রাহুল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ক্রুণাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর
ইংল্যান্ড দল- ইয়ন মর্গ্যান, মইন আলি. জনি বেয়ারিস্তো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান. টম কারান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পার্কিসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টাপলে, মার্ক উড, জেক বোল ,ক্রিস জর্ডন, ডেভিড মালান