#নয়াদিল্লি : ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচ লর্ডসে খেলা হবে৷ বিরাট কোহলির (Virat Kohli) পারফরম্যান্স দারুণ ছিল৷ যদি বৃষ্টি না হত তাহলে প্রথম টেস্ট ম্যাচ ভারতের জেতার সম্ভবনা ছিল৷ ভারতীয় জোরে বোলাররা প্রথম টেস্টে চমৎকার পারফরম্যান্স করেছেন৷ স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা কোনও উইকেট পাননি কিন্তু ব্যাট হাতে অর্ধশতরান করেছিলেন৷ রিপোর্ট অনুযায়ি শার্দুল ঠাকুর চোট পেয়েছেন৷ ফলে তিনি খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে৷ সেক্ষেত্রে দলে রবিচন্দ্রন অশ্বিন ও ইশান্ত শর্মাকে রাখা হতে পারে৷ লর্ডসের রেকর্ড অনুযায়ি ইশান্তের পাল্লা ভারি প্রথম একাদশে থাকার জন্য৷
লর্ডসের ম্যাচের আগে পরিসংখ্যানের দিকে নজর রাখলে শেষ তিনটি টেস্ট ম্যাচে পেসারদের দাপট ছিল৷ এই তিন ম্যাচে মোট ১১১ উইকেট পড়েছে তাতে স্পিনাররা মাত্র ১০ টি উইকেট নিয়েছেন৷ অশ্বিন ২০১৮ তে লর্ডস টেস্টে ১৭ ওভার বল করেছিলেন কিন্তু কোনও উইকেট পাননি তিনি৷ সেখানে ইশান্ত তিন টেস্টে ১২ টি উইকেট নিয়েছেন৷ ২০১৪ সালে ভারতের জয়ের নায়কও ছিলেন তিনি৷ ইশান্ত কেরিয়ারে ৭ উইকেট নিয়েছিলেন ৭৪ রান দিয়েছিলেন৷
প্রথম টেস্ট ম্যাচে অশ্বিনের আগে জাদেজাকে বেছেছেন৷ জাদেজা এই মাঠে একমাত্র টেস্ট ২০১৪ সালে খেলেছেন৷ সেই ম্যাচে জাদেজা তিন উইকেট নিয়েছিলেন৷ এছাড়া দ্বিতীয় ইনিংসে ৬৮ রান করেন৷ জাদেজা অস্ট্রেলিয়া সফরে ফর্মে রয়েছেন৷ নটিংহ্যামে প্রথম টেস্টে তিনি ৫৬ রান করেছেন৷ ভারত যদি চার বোলারের সঙ্গে নামেন তাহলে জাদেজা খেলবেই৷
নটিংহ্যাম টেস্টের আগে প্রথমে শুভমান গিল এবং তারপরে ময়ঙ্ক আগরওয়াল চোট পান৷ রাহুল সুযোগ পেয়েছিলেন৷ অনুশীলন ম্যাচে তিনি শতরান করেন৷ রাহুল কোহলিকে নিরাশ করেননি৷ তিনি ২১৪ বলে ১২ টি চারের সাহায্যে ৮৪ রান করেন৷ ময়ঙ্ক ফিট হয়ে গেছেনএবার বিরাটের সামনে বড় প্রশ্ন ওপেনার হিসেবে কাকে সুযোগ দেওয়া হবে৷ অন্যদিকে ময়ঙ্ককে তিন নম্বরে খেলানো যেতে পারে৷ চেতেশ্বর পূজারার ফর্ম খুবই খারাপ৷ পূজারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০-র কম গড়ে রান করেছেন৷ নটিংহ্যাম টেস্টেরও প্রথম ইনিংসে তিনি কাজ করেননি৷
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা /আর অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ind vs Eng, Indian Cricket Team, Virat Kohli